অসহযোগ আন্দোলনের ফলাফল ব্যাখ্যা কর।

অথবা, অসহযেগ আন্দোলনের প্রভাব আলোচনা কর।

উত্তর: ভূমিকা: খিলাফত আন্দোলনের পাশাপাশি ব্রিটিশ ভারতে ১৯২০ সালে যে অপর একটি আন্দোলনের সূত্রপাত ঘটে তা হলো অহিংস অসহযোগ আন্দোলন। ব্রিটিশ সরকারের বিরুদ্ধে জাতীয় কংগ্রেসের অসহযোগ আন্দোলনের সিন্ধান্ত এক যুগান্তকারী ঘটনা। তৎকালীন ভারতে ব্রিটিশদের শাসন ও শোষণের বিরুদ্ধে উপমহাদেশে যেসব বিদ্রোহ ও প্রতিরোধ সংগ্রাম গড়ে উঠেছিল তন্মধ্যে অসহযোগ আন্দোলন ছিল অন্যতম।

অসহযোগ আন্দোলনের ফলাফল: অসহযোগ আন্দোলন ব্যর্থ হলেও এর ফলাফল ছিল সুদূরপ্রসারী। যথাঃ

১. রাজনৈতিক চেতনার সঞ্চার : অসহযোগ আন্দোলনের ছিল নিরস্ত্র ভারতবাসীর সশস্ত্র ব্রিটিশ সরকারের বিরুদ্ধে পরিচালিত প্রথম আন্দোলন। আন্দোলনের চেতনা থেকে ভারতীয় জনগণের মধ্যে এক রাজনৈতিক চেতনার সঞ্চার হয়। এ চেতনাই পরবর্তীতে ভারতীয় জনগণের মধ্যে জাতীয়তাবাদী চেতনা সঞ্চারে অবদান রেখেছিল।

২. সর্বভারতীয় আন্দোলন : অসহযোগ আন্দোলন ছিল! বিটিশ বিরোধী প্রথম সর্বভারতীয় আন্দোলন। আগেকার আন্দোলনগুলো দাবির ভিত্তিতে পরিচালিত হয়েছিল। অসহযোগ আন্দোলনে গান্ধীজি ভারতীয় রাজনীতিতে জাতীয় পর্যায়ে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আসেন। অসহযোগ আন্দোলন ভারতের প্রত্যেক প্রান্তে বিস্তার ঘটেছিল।

৩. হিন্দু- মুসলিম ঐক্য সৃষ্টি: অসহযোগ আন্দোলন ও খিলাফত আন্দোলন পাশাপাশি চলতে থাকে এক এক সময়ে গান্ধীজি এতে নেতৃত্বে দেন। এ সময়ে উভয় সম্প্রদায় এ দুইটি আন্দোলনে যুক্ত হয়। ফলে এই প্রথম কাগজে কলমে নয় বরং বাস্তবে হিন্দু মুসলিম একত্রিত হয়ে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে। তাদের মধ্যে গড়ে ওঠে ঐক্য।

৪. জাতীয়তাবোধের সৃষ্টি : অসহযোগ আন্দোলনের সময় দেশ জুড়ে যেসব জাতীয় বিদ্যালয়, কলেজ প্রতিষ্ঠিত হয় যেগুলো পরবর্তীকালে টিকে থাকে এবং জাতীয়তাবোধের বিকাশে অবদান রাখে। বিদেশিদের উপর নির্ভরশীলতার বদলে আত্মনির্ভরশীলতা প্রতি ক্ষেত্রে প্রসার ঘটে। যা জাতীয়তাবোধ গঠনে সহায়ক হয়।

৫. কংগ্রেসের বিভক্তি : অসহযোগ আন্দোলনকে কেন্দ্র করে ভারতীয কংগ্রেসের নেতৃত্বের মধ্যে দ্বিধা বিভক্তি দেখা যায়। নীতিগত দিক দেখা যায়। গান্ধীজির আইনসভা বর্জন নীতির প্রতিবাদে চিত্তরঞ্জন দাস, মতিলাল নেহেরু প্রমুখ নেতারা কংগ্রেস ত্যাগ করে স্বরাজ পার্টি নামে একটি রাজনৈতিক দল প্রতিষ্ঠা করেন।

৬. ব্রিটিশ শাসকশ্রেণির মধ্যে সচেতনতাবোধ: ব্রিটিশ শাসকশ্রেণি ভারতবর্ষের কংগ্রেস নেতাদের অসহযোগ আন্দোলনের প্রত্যক্ষ অভিজ্ঞতা অর্জন করে শাসনকার্যে নিজেদের কৌশল পরিবর্তন করে। এছাড়া এ প্রত্যক্ষ অভিজ্ঞতা তাদের পরবর্তীতে ব্রিটিশ শাসন পরিচালনার ক্ষেত্রে সুযোগ করে দিয়েছিল।

উপসংহার: পরিশেষে বলা যায় যে, ব্রিটিশ সরকারের ঘটনা। এ আন্দোলন ছিল ভারতবাসীর একমাত্র বিরুদ্ধে জাতীয় কংগ্রেসের অসহযোগ আন্দোলন এক যুগান্তকারী আত্মোৎত্যাগ গান্ধীজি এ আন্দোলনকে আতাশক্তি ও বিষয়িক মাত্র উদ্দীপনা শক্তির মধ্যে আন্দোলন বলে অভিহিত করেন। সুতরাং বলা যায় যে অসহযোগ আন্দোলন ছিল ভারতীয় জনসাধারণের জন্য একটি সচেতনতাবোধ জাগ্রত করার আন্দোলন।