অথবা, আইনগত অধিকার কাকে বলে?
অথবা, আইনগত অধিকার কী?
উত্তরঃ ভূমিকা: রাষ্ট্রের অধীনে ব্যক্তির এমন কিছু অধিকার রয়েছে যেগুলো আইন দ্বারা স্বীকৃত, তাদের আইনগত অধিকার বলা হয়। নিম্নে আইনগত অধিকার সম্পর্কে আলোচনা করা হলো।
আইনগত অধিকার: রাষ্ট্রকর্তৃক আইনের দ্বারা স্বীকৃত ও সংরক্ষিত দাবিদাওয়াকে আইনগত অধিকার বলে।
T. H. Green এর মতে, “মানুষ রাষ্ট্রীয় সমাজের সত্য হিসেবেই অধিকার লাভ করতে পারে। কারণ রাষ্ট্রের মধ্যেই দাবিদাওয়ার স্বীকৃতি ও সংরক্ষণের ব্যবস্থা করা হয়।
অধ্যাপক বোসাংকেত (Prof. Bosanquet) এর মতে, “অধিকার হলো সমাজ কর্তৃক স্বীকৃত এবং রাষ্ট্র কর্তৃক প্রযুক্ত দাবি।” (A right is a claim recognized by society and enforced by the state.)
উপসংহার: পরিশেষে আমরা বলতে পারি যে, নাগরিকদের অধিকারসমূহের মধ্যে আইনগত অধিকার সবচেয়ে গুরুত্বপূর্ণ। যা রাষ্ট্রের কাঙ্ক্ষিত উন্নয়ন সাধন করে।