আইনগত সার্বভৌমত্ব কী?

অথবা, আইনগত সার্বভৌমত্বের সংজ্ঞা দাও।

অথবা, আইনসঙ্গত সার্বভৌমত্ব বলতে কী বুঝ?

উত্তর: ভূমিকা: সার্বভৌমত্বের আলোচনায় দু’টি বিষয় চলে আসে। যথা: ১. আইনগত সার্বভৌমত্ব, ২. রাজনৈতিক সার্বভৌমত্ব। রাষ্ট্রের মধ্যে যে ব্যক্তি বা ব্যক্তিবর্গ রাষ্ট্রের চরম আজ্ঞাকে আইন হিসেবে ঘোষণা করেন, তিনি বা তারাই হলেন আইনসম্মত সার্বভৌম।

আইনগত সার্বভৌমত্ব : আইনগত সার্বভৌমত্ব হচ্ছে যে সুনির্দিষ্ট কর্তৃপক্ষ, যার মাধ্যমে রাষ্ট্রের চূড়ান্ত আদেশ আইনে রূপলাভ করে এবং আদালত কর্তৃক স্বীকৃত হয়। এক কথায় আইন প্রণয়নের চরম ক্ষমতাই আইনগত সার্বভৌমত্ব। উদাহরণস্বরূপ ব্রিটেনের রাজা বা রানী সহ পার্লামেন্ট ইচ্ছা করলেই যে কোন আইন প্রণয়ন করতে পারেন। সুতরাং তাদের আইনগত সার্বভৌমত্ব রয়েছে।

আইনগত সার্বভৌমত্বের সংজ্ঞা দিতে গিয়ে রিচি বলেন, “আইনগত সার্বভৌমত্ব হচ্ছে আইনজীবীদের সার্বভৌমত্ব। এটি এমন এক সার্বভৌম ক্ষমতা, যার বাইরে আইনবিদরা তথা আদালত দৃষ্টি দেয় না।

উপসংহার: উপর্যুক্ত আলোচনা শেষে আমরা বলতে পারি যে, রাষ্ট্রের অভ্যন্তরীণ শান্তিশৃঙ্খলা রক্ষা, আইন প্রণয়ন, সংশোধন ও বাস্তবায়নের যে আইনগত ভিত্তি তাই হলো আইনগত সার্বভৌমত্ব।