আইন কী স্বাধীনতার পূর্বশর্ত?

অথবা, আইন ও স্বাধীনতার মধ্যে সম্পর্ক কী?

অথবা, আইন ও স্বাধীনতা মধ্যে যোগসূত্র স্থাপন কর।

উত্তরঃ ভূমিকা: আইন স্বাধীনতার জন্য প্রয়োজনীয় পরিবেশ সৃষ্টি করে এবং স্বাধীনতাকে সকলের নিকট গ্রহণযোগ্য করে তোলে। আইন মানুষের আচার আচরণের উপর নিয়ন্ত্রণ করে বলে প্রত্যেকে নিজ নিজ গণ্ডির মধ্যে থেকে কাজ করতে বাধ্য হয়। ফলে আইনের দ্বারা ব্যক্তিস্বাধীনতা রক্ষিত হয়।

আইন স্বাধীনতার পূর্বশর্ত কি না: নিম্নে আইন স্বাধীনতার পূর্বশর্ত কি না সে সম্পর্কে আলোচনা করা হলো:

প্রথম দৃষ্টিকোণ: ডাইসী (Diccy) বলেন, “আইন বাড়লে স্বাধীনতা কমে এবং স্বাধীনতা বাড়লে আইন কমে।”

উইলিয়াম গডউইন (William Godwin) বলেন, “আইন ক্ষতিকর প্রবণতামূলক প্রতিষ্ঠান।” তাঁর মতে, “আইন ও স্বাধীনতা পরস্পর বিরোধী সম্পর্কে বিশ্বাসী।”

দ্বিতীয় ‘দৃষ্টিকোণ: Aristotle, John Locke, Rousseau প্রমুখ রাষ্ট্রবিজ্ঞানীরা মনে করেন, আইন ও স্বাধীনতা পরস্পর সম্পর্কযুক্ত। তাঁদের মতে, আইনের মাধ্যমেই কেবল ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং জনগণের কল্যাণসাধন করা যায়। আইন ও স্বাধীনতার প্রকৃত সম্পর্ক হচ্ছে-

ক. আইন স্বাধীনতার সপক্ষশক্তি;

খ. স্বাধীনতা আইনের উপর নির্ভরশীল;

গ. আইন স্বাধীনতার প্রধান রক্ষাকবচ।

ঘ. আইন ব্যক্তিত্ব বিকাশে সহায়ক ভূমিকা রাখে।

ঙ. স্বাধীনতা আইনের দ্বারা সৃষ্টি, সংরক্ষিত ও সম্প্রসারিত হয়।

উপসংহার: পরিশেষে আমরা বলতে পারি যে, আইন স্বাধীনতার পূর্বশর্ত, স্বাধীনতার সহায়ক। আইন মানুষের আচার-আচরণ নিয়ন্ত্রণ করে। ফলে আইনের দ্বারা ব্যক্তি স্বাধীনতা রক্ষিত হয়।