অথবা, আচরণবাদের সংজ্ঞা দাও।
অথবা, আচরণবাদ বলতে কি বুঝ?
অথবা, আচরণবাদ কাকে বলে?
উত্তরঃ ভূমিকা: রাজনৈতিক সমাজবিজ্ঞানের আলোচনা বিভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে করা যায়। সমাজের প্রেক্ষাপটে রাজনৈতিক ঘটনা বিশ্লেষণের জন্য সেসব দৃষ্টিভঙ্গি গড়ে উঠেছে। আধুনিক দৃষ্টিভঙ্গির মধ্যে আচরণবাদী দৃষ্টিভঙ্গি অন্যতম। Aurther F. Benthy, Graham Wallas, Harold Lasswell, Charles E Merriam, E.M. Kirk Patrick, R.
A. Dahl, David Easton প্রমুখ আচরণবাদী দৃষ্টিভঙ্গির প্রবর্তক ও প্রচারক। প্রদান করেছেন। আচরণবাদ: বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানী এবং রাজনৈতিক সমাজবিজ্ঞানী ভিন্ন ভিন্ন দৃষ্টিভূঙ্গি থেকে আচরণবাদের সংজ্ঞা
Arnold Brecht তাঁর ‘Political Theory’ গ্রন্থে আচরণবাদের সংজ্ঞা দিতে গিয়ে বলেন, “আচরণবাদ হলো রাজনৈতিক জীবন সম্পর্কে এক অভিজ্ঞতাবাদী ও স্থায়ী তত্ত্ব গঠনের প্রচেষ্ট।”
David Truman এর মতানুসারে, “রাজনৈতিক আচরণ বলতে দেশ শাসনের সঙ্গে যুক্ত ব্যক্তি ও গোষ্ঠীর কার্যকলাপ ও মিথস্ক্রিয়াকে বুঝায়।”
রবার্ট ডাল (Rober Dahl) এর মতে, “আচরণবাদ ব্যক্তির পর্যবেক্ষিত ও পর্যবেক্ষণশীল আচার-আচরণের মাধ্যমে রাজনীতিকে ব্যাখ্যা করার চেষ্টা করে।”
আচরণবাদী দৃষ্টিভঙ্গি পরিকল্পিত মূল্যবোধযুক্ত এবং প্রাতিষ্ঠানিক আলোচনার বিরোধী। রাজনৈতিক বিশ্লেষণের ক্ষেত্রে প্রাতিষ্ঠানিক আলোচনার পরিবর্তে রাজনৈতিক আচরণ, আন্তঃসামাজিক বিজ্ঞানের সহযোগিতা, পরিসংখ্যান, ভৌত বিজ্ঞানসমূহের অভিজ্ঞতার উপর জোর দেয়। এ তত্ত্বের লক্ষ্য হলো অভিজ্ঞতাবাদী তত্ত্ব (Emperical Theory) ও গবেষণালব্ধ জ্ঞানের দ্বারা রাজনৈতিক কাঠামো বিচারবিশ্লেষণ করা।
উপসংহার: সবশেষে বলা যায়, বিভিন্ন সমালোচনা সত্ত্বেও আচরণবাদ রাজনৈতিক বিশ্লেষকদের দৃষ্টি আকর্ষণে সক্ষম হয়েছিল। তবে আচরণবাদী দৃষ্টিভঙ্গি দীর্ঘস্থায়ী হয় নি, পশ্চিমা দেশে আচরণবাদের অনেক বিকল্প দৃষ্টিভঙ্গি গড়ে উঠেছে।