আধুনিক রাষ্ট্রে নাগরিকের কর্তব্যসমূহ কী কী?

অথবা, আধুনিক রাষ্ট্রে নাগরিকের কর্তব্য বলতে কী বুঝ?

উত্তর: ভূমিকা: আধুনিক রাষ্ট্র কল্যাণকর রাষ্ট্র হওয়ায় জনগণের প্রতি রাষ্ট্রের যেমন অধিকার বেড়েছে, তেমনি রাষ্ট্রের প্রতি জনগণের কর্তব্যও বেড়েছে। রাষ্ট্র এসব কর্তব্য প্রত্যেক নাগরিকের নিকট প্রত্যাশা করে।

নাগরিকের কর্তব্য: আধুনিক রাষ্ট্রের প্রতি নাগরিকের যেসব কর্তব্য তা নিম্নরূপ:

ক. রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রদর্শন;

খ. রাষ্ট্রীয় আইন মেনে চলা;

গ. ভোট প্রদান করা;

ঘ. সংবিধান মান্য করা;

ঙ. শিক্ষা প্রদান করা:

চ. রাষ্ট্রের সেবা করা;

ছ. সার্বভৌমত্ব রক্ষা করা;

জ. জনকল্যাণসাধন করা;

ঝ. দেশের সম্পদ রক্ষা করা;

ঞ. শৃঙ্খলা রক্ষা করা।

উপসংহার: পরিশেষে বলা যায় যে, ব্যক্তি যদি রাষ্ট্রের প্রতি তার সব কর্তব্য পুরোপুরিভাবে পালন করে তাহলে রাষ্ট্র ও ব্যক্তির অধিকার রক্ষা করতে পারবে। কারণ অধিকার ও কর্তব্য পরস্পর একে অপরের উপর নির্ভরশীল।