আধুনিক রাষ্ট্র কী জনকল্যাণমূলক রাষ্ট্র?

অথবা, আধুনিক রাষ্ট্র কী কল্যাণমূলক রাষ্ট্র?

অথবা, আধুনিক রাষ্ট্র কল্যাণমূলক কি না? তোমার মতামত দাও।

উত্তর: ভূমিকা: কল্যাণমূলক রাষ্ট্র সনাতন রাষ্ট্রের একটি আধুনিক রূপ। কল্যাণ রাষ্ট্রের পরিধি ও কার্যক্রম মূলত জনকল্যাণমুখী। মানব সভ্যতার উষালগ্ন থেকে অদ্যাবধি বিভিন্ন সমস্যার সমাধান, সমাজের কল্যাণ ও উন্নয়নে বিভিন্ন মতবাদ বিকশিত হয়েছে। কল্যাণ রাষ্ট্রের ধারণা সম্পর্কিত মতবাদ তাদের মধ্যে অন্যতম।

আধুনিক রাষ্ট্র কল্যাণমূলক কি না: আধুনিক রাষ্ট্রের বৈশিষ্ট্যের সাথে কল্যাণমূলক রাষ্ট্রের বৈশিষ্ট্যের তুলনা করলেই বুঝা যাবে আধুনিক রাষ্ট্র কল্যাণমূলক কি না। নিম্নে আধুনিক রাষ্ট্রের বৈশিষ্ট্যগুলো আলোচনা করা হলো:

১. জনকল্যাণ সাধন: আধুনিক রাষ্ট্রের একটি অন্যতম বৈশিষ্ট্য হলো জনকল্যাণ সাধন। এ রাষ্ট্র জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণার্থে কাজ করে থাকে। জনকল্যাণের উদ্দেশ্যে রাষ্ট্র সর্বশক্তি প্রয়োগ করে থাকে।

২. ব্যক্তিস্বাধীনতা রক্ষা: আধুনিক কল্যাণমূলক রাষ্ট্রের অন্যতম পরিচয় হলো ব্যক্তিস্বাধীনতা সংরক্ষণ করা। রাষ্ট্র জনকল্যাণের স্বার্থে ব্যক্তিস্বাধীনতায় বিশ্বাস করে। এ রাষ্ট্র ব্যক্তিস্বাধীনতার স্বকীয়তা রক্ষার মাধ্যমে ব্যক্তিত্ব বিকাশের পথকে উন্মুক্ত করে।

৩. নাগরিকদের নিরাপতা বিধান: আধুনিক রাষ্ট্রের একটি অন্যতম বৈশিষ্ট্য হলো নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা। এ উদ্দেশ্যে রাষ্ট্র বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করে থাকে।

৪. জীবনযাত্রার মান উন্নয়ন: আধুনিক রাষ্ট্রের একটি অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে জনগণের জীবনযাত্রার মান উন্নয়ন করা। এ উদ্দেশ্যে রাষ্ট্র উৎপাদন বৃদ্ধি, দ্রব্যের মান উন্নয়ন, মূল্য নিয়ন্ত্রণ, সরবরাহ ও সুষ্ঠু বণ্টন ব্যবস্থা ইত্যাদি পদক্ষেপ গ্রহণ করে থাকে।

৫. নাগরিক অধিকার সংরক্ষণ: নাগরিকদের অধিকার সংরক্ষণের জন্য আধুনিক রাষ্ট্র যথাযথ পদক্ষেপ গ্রহণ করে থাকে। কেননা, অধিকার নাগরিক জীবনকে বিকশিত করে তোলে।

৬. উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন: আধুনিক রাষ্ট্রের একটি অন্যতম বৈশিষ্ট্য হলো উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন। এ উদ্দেশ্যে বর্তমানে অনেক রাষ্ট্রই পঞ্চবার্ষিকী পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করে চলেছে।

৭. শিক্ষাবিস্তার: আধুনিক রাষ্ট্র মনে করে শিক্ষাই জাতির মেরুদণ্ড। এজন্য সরকার শিক্ষাবিস্তারের উদ্দেশ্যে বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করে থাকে।

উপসংহার: উপর্যুক্ত বৈশিষ্ট্যগুলো বিশ্লেষণ করলে দেখা যায় আধুনিক রাষ্ট্র এবং কল্যাণমূলক রাষ্ট্রের বৈশিষ্ট্য একই। এর মধ্যে বিশেষ কোন মতভেদ বা তারতম্য নেই। সুতরাং পরিশেষে একথা বলা যায় যে, আধুনিক রাষ্ট্র জনকল্যাণমূলক রাষ্ট্র হিসেবে পরিগণিত।