অথবা, আন্তর্জাতিক আইনের সংজ্ঞা দাও।
অথবা, আন্তর্জাতিক আইন বলতে কি বোঝ?
উত্তরঃ ভূমিকা: বর্তমান বিশ্বে কোন রাষ্ট্রই স্বয়ংসম্পূর্ণ বা আত্মত্মনির্ভরশীল নয়। প্রতিটি রাষ্ট্রই অন্যান্য রাষ্ট্রের সাথে অর্থনৈতিক, রাজনৈতিক, সাংস্কৃতিক প্রভৃতি বহুবিধ পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতার বন্ধনে আবদ্ধ হয়। তাই প্রয়োজন এমন কতকগুলো নিয়মকানুনের সমষ্টি, যেগুলো বিভিন্ন রাষ্ট্রের মধ্যে পারস্পরিক সম্পর্ক নির্ধারণ করবে। সুতরাং আন্তর্জাতিক ক্ষেত্রে শান্তি ও শৃঙ্খলার স্বার্থে আন্তর্জাতিক আইনের আত্মপ্রকাশ ঘটেছে। এ আন্তর্জাতিক আইন বিভিন্ন উৎস থেকে সৃষ্টি হয়।
আন্তর্জাতিক আইন: যেসব নিয়মকানুন সড়্য রাষ্ট্রসমূহের পারস্পরিক ব্যবহারকে নিয়ন্ত্রণ করে সাধারগাত্মবে সেগুলোকে আন্তর্জাতিক আইন বলা হয়।
প্রামাণ্য সংখ্যা: বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানী আন্তর্জাতিক আইন সম্পর্কে বিভিন্ন সংজ্ঞা প্রদান করেছেন। নিম্নে তাঁদের
কয়েকটি সংজ্ঞা উল্লেখ করা হলো:
with each other.” প্রখ্যাত আইনবিদ ওপেনহেইম (Oppenheim) বলেছেন, “International law is the body of customary and conventional rules which are considered legally binding by civilised states in their intercourse
ব্রিয়ারলি (Brierly) বলেছেন, “যেসব নিয়ম ও মূলনীতি সভ্য রাষ্ট্রসমূহের পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে বাধ্যতামূলকভাবে মেনে চলা হয়, তাই হলো আন্তর্জাতিক আইন।”
অধ্যাপক ফেনউইক (Fenwick) বলেছেন, “আন্তর্জাতিক আইন হলো সেসব সাধারণ নীতি এবং নির্দিষ্ট নিয়মের সমষ্টি, যা আন্তর্জাতিক সমাজের সদস্যগণ তাদের পারস্পরিক সম্পর্ক নির্ধারণের ক্ষেত্রে মেনে চলে।”
এস. জে. লরেন্স (S. J. Lawrence) বলেছেন, “রাষ্ট্রসমূহের পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে যেসব স্বীকৃত আন্তর্জাতিক নিয়মাবলি প্রচলিত তাই আন্তর্জাতিক আইন হিসেবে পরিগণিত হয়।”
উপসংহার: উপর্যুক্ত আলোচনার আলোকে বলা যায় যে, রাষ্ট্রসমূহের নিরাপত্তা, অধিকার রক্ষা, শাস্তি ও শৃজনা রক্ষার জন্য এবং দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক কিংবা পারস্পরিক সম্পর্ক রক্ষার ক্ষেত্রে যেসব স্বীকৃত সাধারণ নিয়ম ও বিধানাবলি মেনে চলা হয় এবং যার লঙ্ঘন আন্তর্জাতিকভাবে অন্যায় বলে পরিগণিত হয় তাই আন্তর্জাতিক আইন।