অথবা, যুক্তরাষ্ট্রীয় সরকারের সংজ্ঞা দাও।
অথবা, এককেন্দ্রিক সরকারের সংজ্ঞা দাও।
অথবা, এককেন্দ্রিক সরকার কী?
উত্তরঃ ভূমিকা: ক্ষমতা বণ্টনের ভিত্তিতে সরকারকে দু’ভাগে ভাগ করা যায়। যথা: এককেন্দ্রিক ও যুক্তরাষ্ট্রীয়। এককেন্দ্রিক সরকারের সকল ক্ষমতা কেন্দ্রের হাতে ন্যস্ত থাকে। বর্তমান বিশ্বের প্রায় সর্বত্র আজ এককেন্দ্রিক সরকার বিদ্যমান। নিম্নে এ সম্পর্কে আলোচনা করা হলো:
এককেন্দ্রিক সরকার: সাধারণভাবে বলা যায়, যে শাসনব্যবস্থায় সাংবিধানিকভাবে দেশের সকল ক্ষমতা কেন্দ্রের হাতে ন্যস্ত থাকে তাকে এককেন্দ্রিক সরকার বলে।
বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানী বিভিন্নভাবে এককেন্দ্রিক সরকারের সংজ্ঞা দিয়েছেন। যথা:
C.F. Strong বলেন, “এককেন্দ্রিক সরকারের প্রধান বৈশিষ্ট্য হলো কেন্দ্রীয় সরকার অনিয়ন্ত্রিত ক্ষমতা ভোগ করে। কারণ সংবিধান কেন্দ্রীয় আইনসভা ব্যতীত অন্যকোন আইনসভাকে স্বীকার করে না।”
Prof. Finer বলেন, “Unitary government is one in which all authority and power are to belong in a single centre whose will and over the whole area.”
অধ্যাপক গেটেল বলেন, “যে শাসনব্যবস্থায় রাষ্ট্রীয় সংবিধান একটি জাতীয় বা কেন্দ্রীয় সরকারের হাতে সমস্ত
ক্ষমতা অর্পণ করে তাকে এককেন্দ্রিক সরকার বলে।”
উপসংহার: উপর্যুক্ত আলোচনার পরিশেষে বলা যায়, যে শাসনব্যবস্থায় সরকারের সকল ক্ষমতা কেন্দ্রের হাতে ন্যস্ত থাকে তাকে এককেন্দ্রিক সরকার বলে।