অথবা, এরিস্টটলের উল্লেখযোগ্য রচনাবলি সম্পর্কে সংক্ষেপে আলোচনা কর।
অথবা, এরিস্টটলের প্রধান রচনাবলি উল্লেখ কর।
অথবা, এরিস্টটলের গ্রন্থসমূহ উল্লেখ কর।
উত্তর: ভূমিকা: রাষ্ট্রবিজ্ঞানের জনক হিসেবে গ্রিক দর্শনিক এরিস্টটলের প্রকাশনা অনেক সমৃদ্ধ। তিনি তাঁর সমগ্র জীবনে যে সমস্ত রচনাবলি লিখেছেন সেটা তাঁর জীবনকে সমৃদ্ধ করেছে। তাঁর প্রকাশনার মধ্যে ‘The Politics’ হচ্ছে সবচেয়ে সমৃদ্ধ এবং জনপ্রিয়।
এরিস্টটলের প্রকাশনা বা রচনাবলি: এরিস্টটলের রচিত গ্রন্থের সংখ্যা অনেক। এ বিষয়ে সঠিক তথ্যের সন্ধান মেলে নি। অনেক গবেষকগণ মনে করেন, তাঁর রচনাবলিকে সমুদ্রের সাথে তুলনা করা চলে। তাঁর এসব গ্রন্থাবলির সন্ধান মিলে খ্রিস্টপূর্ব ৬০ হতে ৫০ অব্দের মধ্যে নিফাস এরিস্টটল এর মাধ্যমে। তাঁর গ্রন্থাবলির দু’টি তালিকা পাওয়া গেছে; এক তালিকায় তাঁর গ্রন্থ সংখ্যা চারশত এবং অন্য তালিকায় এক হাজার। তাঁর রচনাবলিকে গবেষকগণ কয়েকটি ক্যাটাগরিতে বিভক্ত করেছেন।
উপসংহার: পরিশেষে বলা যায় যে, এরিস্টটল তাঁর সমগ্র জীবনে যে সমস্ত গ্রন্থ রচনা করে গেছেন সেটা শুধু গ্রিক দর্শনেই নয় গোটা রাষ্ট্রবিজ্ঞানের ভাণ্ডারকে সমৃদ্ধ করেছে। তাঁর প্রকাশনার মধ্যেই তাঁর জীবনদর্শনের পরিচয় পাওয়া যায়।