এরিস্টটলের বিভিন্ন শাসনব্যবস্থায় বিপ্লবের কারণসমূহ আলোচনা কর।

অথবা, এরিস্টটলের বিভিন্ন শাসনব্যবস্থায় বিপ্লব কেন ঘটে ব্যাখ্যা কর।

উত্তরঃ ভূমিকা: বিপ্লব সম্পর্কে আলোচনা ‘এরিস্টটলের’ পলিটিক্স গ্রন্থের উল্লেখযোগ্য অংশ দখল করে আছে।
পলিটিক্সের পঞ্চম অধ্যায়ে বিপ্লব সম্পর্কিত মতবাদের ব্যাখ্যা এবং বিপ্লবের প্রতিবাদের উপায়সমূহ নির্দেশ করেছেন। গ্রিক নগর রাষ্ট্রের রাজনৈতিক জীবনের অন্যতম বৈশিষ্ট্য ছিল এর সরকারের দ্রুত পরিবর্তন। এ পরিবর্তন গ্রিক রাজনৈতিক জীবনে চরম হতাশার সৃষ্টি করেছিল। নগর রাষ্ট্রসমূহের এ হতাশাব্যঞ্জক অবস্থা অবলোকন করে এরিস্টটল ব্যাপক অনুসন্ধান কার্যে নিয়োজিত হন। আর এ অনুসন্ধানের অব্যবহিত ফলই হচ্ছে তাঁর বিপ্লব সম্পর্কিত মতবাদ।

বিভিন্ন শাসনব্যবস্থায় বিপ্লবের কারণ: এরিস্টটল বিপ্লবের কারণ খুঁজতে গিয়ে এখানেই ক্ষান্ত হন নি। তিনি বিভিন্ন সরকারের শাসনামলে কি কি কারণে বিপ্লব সংঘটিত হয় তাও নির্দেশ করেছেন। যেমন-

১. রাজতন্ত্রে: রাজতন্ত্রে রাজপরিবারের অভ্যন্তরীণ বিরোধ, দ্বন্দ্ব ও কলহের ফলে বিপ্লবের সূচনা হয়। রাজা যখন গোচ্ছাচারী হয়ে উঠেন, তখন জনগণ তাঁর বিরুদ্ধে বিদ্রোহী হয়ে উঠে এবং রাজতন্ত্রের অবসান ঘটায়।

২. ধনিকতন্ত্রে: ধনিকতন্ত্রে মুষ্টিমেয় বিত্তবান ব্যক্তি শাসনক্ষমতায় অধিষ্ঠিত হয় এবং রাষ্ট্রীয় কার্যে একচেটিয়া অধিকার লাভ করে এবং রাষ্ট্রের আপামর জনসাধারণের উপর শোষণ চালায়। এ শোষণে অতিষ্ঠ হয়ে জনগণ বিদ্রোহী হয়ে উঠে। তদুপরি এটাতে বিত্তবানেরা নিজেদের মধ্যে অর্থ ও ক্ষমতার দ্বন্দ্বে দ্বিধাবিভক্ত হয়ে বিপ্লবের সূচনা করে।

৩. গণতন্ত্রে: গণতন্ত্রে অত্যধিক জনপ্রিয় নেতার মধ্যে স্বেচ্ছাচারিতার ফলে ধনী ও দরিদ্রের মধ্যে ব্যাপক পার্থক্য সৃষ্টি হয়। এরিস্টটল বলেছেন, “In democratics changes are chiefly due to the want on licence of demagogues.” এ সুযোগে ধনিকতন্ত্রীরা সরকারের বিরুদ্ধে জনগণকে বিদ্রোহে প্ররোচিত করে।

৪. অভিজাততন্ত্রে: অভিজাততন্ত্রে রাষ্ট্রীয় সম্মান মুষ্টিমেয় ব্যক্তির উপর অর্পিত হয় ফলে শাসক শ্রেণির মধ্যে হিংসা-বিদ্বেষের সৃষ্টি হয় এবং পরবর্তী কালে এটাই বিপ্লবের কারণ হয়ে দাঁড়ায়।

৫. স্বৈরতন্ত্রে: স্বৈরতন্ত্রে শাসক জনগণের উপর চরম অত্যাচার ও নির্যাতন চালায়। ফলে জনগণ অতিষ্ঠ হয়ে বিপ্লবের মাধ্যমে উক্ত সরকারের পতন ঘটায়।

উপসংহর: এভাবে এরিস্টটল বিভিন্ন শাসন ব্যবস্থায় বিপ্লবের কারণ নির্ণয় করেছেন এবং সাথে সাথে এর প্রতিকারেরও ব্যবস্থা করেছেন।