এরিস্টটলের মধ্যতন্ত্র সম্পর্কে আলোচনা কর।

অথবা, এরিস্টটলের মধ্যতন্ত্র সম্পর্কে ব্যাখ্যা কর।

অথবা, এরিস্টটলের মধ্যতন্ত্র সম্পর্কে আলোচনা কর।

অথবা, এরিস্টটলের মধ্যতন্ত্র শাসনব্যবস্থা আলোচনা করেন।

উত্তরঃ ভূমিকা: রাষ্ট্রবিজ্ঞানের জনক Aristotle ৩৮৪ খ্রিস্টপূর্বাব্দে এথেন্সের অন্তর্গত স্ট্যাগিরা নামক ক্ষুদ্র উপনিবেশিক শহরে জন্মগ্রহণ করেন। তিনি বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ বাস্তববাদী দার্শনিক এবং রাষ্ট্রবিজ্ঞানের জনক হিসেবে পরিচিত। কেননা তিনি সর্বপ্রকার সংবিধানের তুলনামূলক বিশ্লেষণ করে এ অভিমত ব্যক্ত করেছেন, যে কোন ব্যাপারে মধ্যপন্থা অবলম্বন করাই শ্রেয়। তাই তিনি সরকার ব্যবস্থা বা সংবিধানের ক্ষেত্রেও মধ্যপন্থা অবলম্বনের উপর গুরুত্বারোপ করেছেন। তিনি মধ্যবিত্ত শ্রেণির শাসনকে সর্বাপেক্ষা শ্রেষ্ঠ শাসনব্যবস্থা বা সরকার বলে উল্লেখ করেছেন। অর্থাৎ তাঁর মতে, Polity বা মধ্যতন্ত্র হলো সর্বাপেক্ষা বাস্তবধর্মী ও উত্তম সরকার ব্যবস্থা। কেননা সমাজের বেশিরভাগ লোক মধ্যম শ্রেণির অন্তর্ভুক্ত।

এরিস্টটলের মধ্যতন্ত্র: সাধারণ অর্থে মধ্যতন্ত্র বা পলিটি বলতে সমাজের সবার স্বার্থে সাধারণ নাগরিক কর্তৃক পরিচালিত শাসনব্যবস্থাকে বুঝায়। বিশেষ অর্থে মধ্যতন্ত্র বলতে এমন এক ধরনের সংবিধান বা শাসনতন্ত্রকে বুঝায় যেখানে চরম প্রকৃতির ধনিকতন্ত্র ও গণতন্ত্রের ত্রুটিগুলো পরিহার করে তাদের গুণাবলির বিকাশ সাধিত হয়েছে। এরিস্টটল রাঁর বিখ্যাত The Politics’ গ্রন্থে একপ্রকার সাংবিধানিক সরকার বা মধ্যপন্থি গণতন্ত্রের সাথে সামঞ্জস্যপূর্ণ সরকার ব্যবস্থাকে মধ্যতন্ত্র বলে অভিহিত করেছেন।

অধ্যাপক সেবাইন (Prof. Sabine) আরও বলেন, “এটি কোন আদর্শ রাষ্ট্র নয়। এটি একপ্রকার বাস্তবভিত্তিক রাষ্ট্র, যা গণতন্ত্র ও ধনিকতন্ত্রের উগ্রতাকে বাদ দিয়ে উভয়ের সংমিশ্রণে এক নতুন শাসনব্যবস্থার গোড়াপত্তন করে।” (Such a form of government is in no sense ideals, it is merely the best practicable werage which results from a avoiding the extremes in democracy and oligarchy that experience has shown to dangerous.)

পলিটি সম্পর্কে এরিস্টটল বলেছেন, মধ্যতন্ত্র একপ্রকার বাস্তবভিত্তিক রাষ্ট্র, যা গণতন্ত্র ও ধনিকতন্ত্রের উগ্রতাকে বাদ দিয়ে উভয়ের সংমিশ্রণে এক নতুন শাসনব্যবস্থার গোড়াপত্তন করে। অধ্যাপক Sabine এ সম্পর্কে বলেছেন, পলিটি এমন এক ধরনের শাসনব্যবস্থা, যেখানে এককভাবে শুধু ধনীরা নয়, এককভাবে শুধু দরিদ্ররা নয়, বরং ধনিকতন্ত্র ও গণতন্ত্রের উপাদানসমূহের সুসমন্বিত অংশের প্রাধান্য বিরাজ করে। একমাত্র মধ্যবিত্ত শ্রেণি এ সুসমন্বিত উপাদানসমূহের প্রতিনিধিত্ব করে বলে এরিস্টটলের বিশ্বাস। (In any case the distinctive feature of this best practicable state in that it is a mixed form of constitution in which elements are judiciously combined from oligarchy and democracy. Its social foundation is the existence of a large middle class polity composed of those who are neither very rich nor very poor.)
এরিস্টটল সমর্থিত Polity বা মধ্যতন্ত্র সম্পর্কে J. P. Suda বলেছেন, “পলিটিকে এমন এক ধরনের গণতন্ত্ররূপে অভিহিত করা যায়, যা ধনিকতন্ত্রের নিকটবর্তী। আবার তাকে এমন এক ধরনের ধনিকতন্ত্র বলে অভিহিত করা যায় যা ‘গণতন্ত্রের নিকটবর্তী।”

উপসংহার: পরিশেষে বলা যায় যে, পলিটির যে চরিত্র এবং বৈশিষ্ট্য ফুটে উঠেছে এতে দুটি বিষয় অত্যন্ত জোরালো হয়ে উঠেছে। তা হলো ক. সাধারণ মঙ্গলের ধারণা; খ. আদর্শিক রাজনৈতিক ও অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে মধ্যবর্তী অবস্থান।