অথবা, এরিস্টটলের সরকারের শ্রেণিবিভাগ আধুনিকযুগে কতখানি গ্রহণযোগ্য ব্যাখ্যা কর।
অথবা, এরিস্টটলের সরকারের শ্রেণিবিভাগ আধুনিকযুগে প্রযোজ্য কিনা? উল্লেখ কর।
উত্তরঃ ভূমিকা: সরকারের শ্রেণিবিভাগ সম্পর্কিত এরিস্টটলের ধারণাকে যদিও আধুনিক যুগের সরকারের শ্রেণিবিভাগের ভিত্তি বলে মনে করা হয়, তথাপি বর্তমানে এ শ্রেণিবিভাগকে প্রযোজ্য বা গ্রহণযোগ্য বলে বিবেচনা করা হয় না। কেননা বর্তমানকালে সরকারের রূপের পরিবর্তন ঘটেছে।
বর্তমান যুগে কতখানি প্রযোজ্য: নিম্নোক্ত আলোচনার মাধ্যমে এরিস্টটলের সরকারের শ্রেণিবিভাগ বর্তমান যুগে কতটুকু প্রযোজ্য তা স্পষ্ট হয়ে উঠে।
১. যুগোপযোগী নয়: এরিস্টটল সরকারের যে শ্রেণিবিভাগ করেছে তা বর্তমানে অচল। কেননা বর্তমান যুগে সরকারের রূপের পরিবর্তন ঘটেছে। তার সরকারের শ্রেণিবিভাগে আধুনিক কালের সরকারের বৈশিষ্ট্য স্থান পায় নি।
২. গণতন্ত্র সম্পর্কে নিকৃষ্ট ধারণা: বর্তমান বিশ্বে গণতন্ত্র সর্বাপেক্ষা কাম্য শাসনব্যবস্থা। কিন্তু এরিস্টটল তার শ্রেণিবিভাগে গণতন্ত্রকে বিকৃত শাসনব্যবস্থার অন্তর্ভুক্ত করে গণতান্ত্রিক শাসনব্যবস্থাকে সর্বনিকৃষ্ট বলে মন্তব্য করেছেন।
৩. অস্পষ্ট: এরিস্টটলের সরকারের শ্রেণিবিভাগ নিতান্তই অস্পষ্ট। তিনি রাষ্ট্র ও সরকারের মধ্যে যে পার্থকা করেছেন তা অত্যন্ত অস্পষ্ট। কিন্তু বর্তমানে রাষ্ট্র ও সরকারের পার্থক্য অত্যন্ত সুস্পষ্ট।
৪. রাজতন্ত্র সম্পর্কে উচ্চ ধারণা: এরিস্টটল তার শ্রেণিবিভাগে রাজতন্ত্রকে উৎকৃষ্ট সরকার বলে মনে করতেন। কিন্তু আধুনিক যুগে বংশানুক্রমিক রাজার শাসন কদাচিৎ দেখা দেয়। তবে রাজতন্ত্র থাকলেও তা গণতান্ত্রিক শাসনব্যবস্থার অধীন।
৫. বিজ্ঞানসম্মত নয়: এরিস্টটলের সরকারের শ্রেণিবিভাগে গুণগত দিক উপেক্ষিত হওয়ায় তা বিজ্ঞানসম্মত নয়। উপরন্তু তার এ শ্রেণিবিভাগ একপ্রকার যান্ত্রিক শ্রেণিবিভাগে পরিণত হয়েছে। যা বর্তমান যুগে প্রযোজ্য নয়।
৬. সংখ্যার ভিত্তিতে শ্রেণিবিভাগ অচল: কেবল সংখ্যার ভিত্তিতে বর্তমান সরকারের স্বরূপ উপলব্ধি করা যায়। সংখ্যার ভিত্তিতে শ্রেণিবিভাগ করায় বর্তমান যুগে এরিস্টটলের সরকারের শ্রেণিবিভাগ প্রযোজ্য নয়।
৭. নগরকেন্দ্রিক রাষ্ট্রের ধারণা অচল: এরিস্টটল সরকারের শ্রেণিবিভাগ করেছেন গ্রিক নগররাষ্ট্রের প্রেক্ষিতে। তার এ শ্রেণিবিভাগ গ্রিসের ক্ষুদ্র রাষ্ট্রগুলোর জন্য প্রযোজ্য। বর্তমান জাতীয় রাষ্ট্রের ক্ষেত্রে এ শ্রেণিবিভাগ প্রযোজ্য নয়।
৮. পলিটি সম্পর্কে: এরিস্টটল তার সরকারের শ্রেণিবিভাগে পলিটিকে সর্বাপেক্ষা বাস্তবসম্মত সরকার বলে আখ্যায়িত করেছেন। কিন্তু এ ধরনের সরকার বর্তমান যুগে বাস্তবে পাওয়া খুবই কঠিন।
উপসংহার: উপর্যুক্ত আলোচনা শেষে বলা যায় যে, এরিস্টটল সরকারের যে শ্রেণিবিভাগ করেছেন তা বর্তমান যুগে প্রযোজ্য নয়। তিনি মূলত তৎকালীন গ্রিক নগররাষ্ট্রের প্রেক্ষিতে তার সরকারের শ্রেণিবিভাগ করেছিলেন। যা বর্তমান বৃহৎ জাতীয় রাষ্ট্রের ক্ষেত্রে প্রযোজ্য নয়। তবে এরিস্টটলের সরকারের শ্রেণিবিভাগের উপর ভিত্তি করেই বর্তমান সরকারের শ্রেণিবিভাগ প্রতিষ্ঠিত হয়েছে। তিনি নৈতিকতার ভিত্তিতে সরকারের যে শ্রেণিবিভাগ করেছেন তা অত্যন্ত উচ্চতর মূল্যবোধের পরিচয় বহন করে। তাই এ শ্রেণিবিভাগ রাষ্ট্রবিজ্ঞানের দ্বারা যুগ যুগ ধরে সমাদৃত হয়ে আসছে।