অথবা, কংগ্রেসের প্রাথমিক রাজনৈতিক কর্মসূচিসমূহ সম্বন্ধে আলোচনা কর।
অথবা, কংগ্রেসের প্রাথমিক রাজনৈতিক কর্মসূচিগুলো সম্পর্কে সংক্ষেপে ব্যাখ্যা কর।
উত্তর: ভূমিকা: ভারতবর্ষে ব্রিটিশ শাসনের প্রথম পর্যায় থেকে ভারতীয়রা বিভিন্ন দাবিতে আন্দোলন করে। ব্রিটিশ সরকারও ভারতীয় জনসাধারণকে দমিয়ে রাখার জন্য একের পর এক আইন পাস করে। কিন্তু এতে দেখা যায়, ভারতীয়দের আশা-আকাঙ্ক্ষার বাস্তব প্রতিফলন হচ্ছে না। তাই ভারতীয়রা নিয়মতান্ত্রিক উপায়ে দাবি দাওয়া পূরণের জন্য ১৮৮৫ সালে লর্ড ডাফরিনের সমর্থনে একটি সংগঠন প্রতিষ্ঠা করে। এটাই ভারতীয় জাতীয় কংগ্রেস নামে খ্যাত।
প্রাথমিক রাজনৈতিক কর্মসূচিসমূহ: মোম্বাইয়ের খ্যাতনামা ব্যারিস্টার উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়কে কংগ্রেসের প্রথম সভাপতি করা হয়। তিনি ১৮৮৫ সালে কংগ্রেসের ঘোষণায় আগামী এক বছরের জন্য প্রাথমিক রাজনৈতিক কর্মসূচি ঘোষণা করেন। কর্মসূচির মধ্যে গুরুত্বপূর্ণ বিষয়াদি সরকারের কাছে পাঠানোর জন্য ৯টি সুপারিশ সম্বলিত প্রস্তাব গ্রহণ করে সরকারের কাছে পেশ করা হয়। এগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ ছিল:
১. ভারতের প্রশাসনের তদন্তের জন্য একটি রাজকীয় সমিতি নিয়োগ করা।
২. ভারত সচিবের পরামর্শ সভার বিলোপ করা।
৩. কেন্দ্রীয় আইনসভায় নির্বাচিত জাতীয় সদস্যদের গ্রহণ করা।
৪. ভারতের সামরিক খাতে ব্যায় হ্রাস করা।
৫. উচ্চ রাজকর্মচারী নিয়োগের জন্য একযোগে ভারত ও ইংল্যান্ডে পরীক্ষা গ্রহণ করা।
উপসংহার: পরিশেষে বলা যায় যে, ১৮৮৫ সালে যে কংগ্রেস প্রতিষ্ঠিত হয় তা একদিনে বা একা কারো উদ্যোগে প্রতিষ্ঠিত হয়নি। এ কংগ্রেস প্রতিষ্ঠার পশ্চাতে মুখ্য ভূমিকা ছিল সুদীর্ঘকাল থেকে ব্রিটিশ সরকারের শোষণ ও নির্যাতন। তাই শোষিত ভারতবাসী দীর্ঘদিনের চেপে থাকা ক্ষোভের চরম মুক্তির আকাঙ্ক্ষার বহিঃপ্রকাশ হলো একটি নিয়মতান্ত্রিক সংগঠন গড়ে তোলার প্রয়াস। এরই ফলশ্রুতিতে ১৮৮৫ সালে গঠিত হয় সর্বভারতীয় জাতীয় কংগ্রেস।