কর্তব্যের সংজ্ঞা দাও।

অথবা, কর্তব্য বলতে কী বুঝ?

অথবা, কর্তব্য কী?

উত্তর: ভূমিকা: প্রত্যেক নাগরিকের যেমন রাষ্ট্রের কাছ থেকে কিছু পাওয়ার অধিকার আছে, তেমনি নাগরিকেরও কিছু অবশ্য পালনীয় কর্তব্য রয়েছে। মূলত অধিকারের বিপরীত রূপ হচ্ছে কর্তব্য। প্রত্যেক নাগরিক তার জীবনকে পরিপূর্ণভাবে বিকাশের জন্য অনেক অধিকার ভোগ করে। এসব অধিকারের বিনিময়ে নাগরিক রাষ্ট্রের প্রতি কতিপয় দায়িত্ব পালন করে। এ দায়িত্বকেই কর্তব্য হিসেবে অভিহিত করা হয়।

কর্তব্য: কর্তব্য বলতে বুঝায় রাষ্ট্র প্রদত্ত সুযোগ সুবিধার বিনিময়ে নাগরিকগণ রাষ্ট্রের প্রতি যে দায়িত্ব পালন করেন।

প্রামাণ্য সংজ্ঞা: কর্তব্য সম্পর্কে বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানী ভিন্ন ভিন্ন অভিমত ব্যক্ত করেছেন। নিম্নে তাঁদের কয়েকটি উল্লেখযোগ্য সংজ্ঞা তুলে ধরা হলো:

এ. সি. কাপুর (A. C. Kapur) বলেছেন, “আইনের দ্বারা স্বীকৃত অধিকার ভোগের বিনিময় নাগরিক যেসব দায়িত্ব পালন করে তাই কর্তব্য।”

অধ্যাপক লাস্কি (Prof. Laski) বলেছেন, “কর্তব্য বলতে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের সর্বাঙ্গীণ কল্যাণের জন্য কোনকিছু করা বা না করার দায়িত্বকে বুঝায়।”

আর. সি. আগরওয়াল (R. C. Agarwal) এর ভাষায়, “A duty is an obligation to a member of a society of state to observe this obligation of society.”

উইলিয়াম এ. ফ্রাঙ্কেনা (William A. Frankena) এর মতে, “কর্তব্য হচ্ছে এমন এক নীতিনিষ্ঠ আচরণ যা সকল সময়ই মানুষ পালন করতে বাধ্য থাকে।”

উপসংহার: উপর্যুক্ত উপর্যুক্ত সংজ্ঞাগুলোর আলোকে বলা যায়, কর্তব্য হচ্ছে অধিকার ভোগের বিনিময়ে নাগরিক কর্তৃক রাষ্ট্রের প্রতি কতিপয় দায়িত্ববোধ। কর্তব্য ও দায়িত্ব বোধ পরস্পর সম্পর্কযুক্ত।