অথবা, কর্নওয়ালিশ কোডের নেতিবাচক প্রভাবগুলো লিখ।
অথবা, কর্নওয়ালিশ কোডের নেতিবাচক প্রভাবসমূহ উল্লেখ কর।
উত্তর: ভূমিকা: রোমান সম্রাট জাস্টিনিয়ান ও ফরাসি সম্রাট নেপোলিয়নের মতো একটি মহান কোড অব অ্যাডমিনিস্ট্রেশনের মাধ্যমে শাসন কার্য পরিচালনায় বিশ্বাসী ছিলেন লর্ড কর্ণওয়ালিশ। এজন্য তিনি ১৭৯৩ সালে ভারতবাসীর উদ্দেশ্যে একটি কোড বা শাসনতন্ত্র ঘোষণা করেন। কোডের বাহ্যিক উদ্দেশ্য মহৎ হলেও ইউরোপের বর্ণবাদী মনোভাবের ধারক ও বাহক হওয়ায় কর্নওয়ালিশের কোড আর্থ-সামাজিক ক্ষেত্রে অস্থিরতার সৃষ্টি করে।
কর্নওয়ালিশ কোডের দোষাবলি/প্রভাব: কর্নওয়ালিশ কোডের দোষাবলি বা নেতিবাচক প্রভাবগুলো নিম্নে আলোচনা করা হলো:
১. আইনের উৎসগুলোকে পদদলিত: আইনের শাসনের উক্ত তিনটি শর্তকেই পদদলিত করেছে কর্নওয়ালিশ কোড। কোম্পানির. সরকারের ক্ষমতার উৎস আইন নয়, অস্ত্র। সেনাবাহিনী, প্রশাসন ও অন্যান্য নব রাষ্ট্রীয় সংস্থা থেকে দেশীয়দের উৎখাত করে এদেরকে নিজ দেশে পরবাসী করা আইনের চোখে সাদাকে শ্রেষ্ঠ ও কালোকে নিকৃষ্ট ঘোষণার সামিল।
২. জমিদারের জমিদারি নিলাম: রায়তের বকেয়া খাজনা আদায় করতে জমিদারকে নির্দেশ দেয়া হয় জোরজবরদস্তির আশ্রয় না দিয়ে আদালতের সাহায্য নেয়ার জন্য। কিন্তু সবাই সমস্যার জন্য এবং জমিদারের বকেয়া আদায় করার জন্য সরকারকে ক্ষমতা দেয়া হয় সরাসরি জমি নিলামে বিক্রি করে বকেয়া আদায়ের জন্য।
৩. রায়তের দুর্দশা: চিরস্থায়ী বন্দোবস্ত, হাফওম ও পাঞ্চম আইনের ফলে রায়ত শ্রেণি জমিদারের ইচ্ছাধীন প্রজায় পরিণত হয়। কৃষক হয়ে ওঠে জমিদারদের প্রজা, সরকারের রায়ত নয়। ১৮১৫ সালে লর্ড হেস্টিংস মন্তব্য করেন যে, ১৭৯৩ সালের কোড ও পরবর্তী সংশোধনী আইনসমূহ দেশের রায়ত শ্রেণিকে এক বিরাট শোষণের ক্ষেত্রে পরিণত করে।
৪. শহর ও গ্রামের মধ্যে ভেদাভেদ সৃষ্টি: কর্নওয়ালিশের প্রভাবে জেলা সদসগুলো শহরে পরিণত হলে অচিরেই শহর ও গ্রামের মধ্যে সুযোগের ভেদাভেদ সৃষ্টি হয়।
৫. দেশি অফিসারদের অপসারণ: কর্নওয়ালিশের কোডের মাধ্যমে উচ্চপদস্থ বেতনের সম্মানিত পদ থেকে দেশি অফিসারদের উৎখাত করা হয়। এর ফলে শতশত দেশি আমলা ও তাদের পরিবার বেকার হয়ে যায়
৬. বর্ণবাদের বীজ বপন: বর্বরোচিত বর্ণবাদের দোষে দুষ্ট ছিল কর্নওয়ালিশের কোড। প্রশাসনের সমস্ত দায়িত্বপূর্ণ কাজ থেকে তিনি দেশীয়দের দূর করে তা ইউরোপীয়দের হাতে অর্পণ করেন। তার বিশ্বাস, দেশি লোক সব অযোগ্য ও দুর্নীতিবাজ, প্রশাসনকে সম্পূর্ণরূপে ইউরোপীয়দের নিয়ন্ত্রণে আনলে দেশের উন্নতি ত্বরান্বিত হবে।
৭. সূর্যাস্ত আইনের অপব্যবহার: সূর্যাস্ত আইনের অপারেশনের ফলে বাংলার বহু প্রাচীন পরিবার পৈত্রিক ভিটেমাটি থেকে উৎখাত হয়। একটি প্রাচীন জমিদার পরিবারের ধ্বংসের সাথে সাথে বেকার হয়ে যায় বহু নায়েব, গোমস্তা, পাইক, বরকন্দাজ, চাকর, জমিদারের উপর নির্ভরশীল ব্রাহ্মণ, মৌলভী, পণ্ডিত, মক্তব, মাদ্রাসা, মঠ প্রভৃতি ব্যক্তি ও প্রতিষ্ঠান।
উপসংহার: পরিশেষে বলা যায় যে, কর্নওয়ালিশ কোড উপমহাদেশে বিভিন্ন সামাজিক ও অর্থনৈতিক সমস্যার জন্ম দিয়েছিল। কারণ এ কোড শ্বেতাঙ্গদের দেয় একচেটিয়া শাসন ক্ষমতা ও রাজস্বের মালিকানা, প্রশাসনিক অংশগ্রহণ থেকে দেশীয়দের করে বঞ্চিত, এরূপ বহুদোষে দুষ্ট ছিল কর্নওয়ালিশের কোড।