কর্নওয়ালিস কোড কি?

অথবা, কর্নওয়ালিশ কোড বলতে কি
বুঝ?

অথবা, কর্ণওয়ালিশ কোডের সংজ্ঞা দাও।

উত্তর: ভূমিকা: লর্ড কর্নওয়ালিশ ইংল্যান্ডের এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। বাংলাদেশের গভর্নর জেনারেল পদে কা নিযুক্ত হবার পূর্বে তিনি আমেরিকার স্বাধীনতা সংগ্রামে ব্রিটিশ সেনাবাহিনীর প্রধান সেনাপতি হিসেবে দক্ষতা প্রদর্শন করেন। পার্লামেন্ট তাকে কোম্পানির দুর্নীতি দূর করার জন্য বিশেষ ক্ষমতা প্রদান করেন। তার সাত বছরের শাসনামলে তিনি বোর্ড অব কন্ট্রোল এবং ইংল্যান্ডের প্রধানমন্ত্রীর পূর্ণ আস্থাভাজন ছিলেন।

কর্নওয়ালিশ কোড: লর্ড কর্নওয়ালিশ ইস্ট-ইন্ডিয়া কোম্পানির গভর্নর জেনারেলের দায়িত্ব গ্রহণ করেন ১৭৮৬ সালের সেপ্টেম্বর মাসে। বিলেতের পরিচালক সভা তাকে সামরিক ও বেসামরিক উভয় শাসনব্যবস্থার দায়িত্ব প্রদান করলে তিনি একটি পদ্ধতিসম্মত শাসনব্যবস্থা গড়ে তুলতে সচেষ্ট হন। রা এ ব্যাপারে তিনি বলেন, “সমাজের উন্নতি বা অবনতি, শৃঙ্খলা বা বিশৃঙ্খলা নির্ভর করে সিস্টেমের উপর।” তাই তিনি প্রচলিত সিস্টেম ডেভেলপ করার উপর গুরুত্বারোপ করে (১৭৯৩ সালের ১ মে ৪৮টি ধারা সম্বলিত যে পূর্ণ শাসনতন্ত্র ঘোষণা করেন ইতিহাসে এটিই কর্নওয়ালিশের কোড নামে পরিচিত। কোডের মোট রেগুলেশনে কর্নওয়ালিশের বিচার ব্যবস্থার প্রাতিষ্ঠানিক কাঠামো, কাজ ও ক্ষমতার বিস্তারিত ব্যাখ্যা দেওয়া হয়। লর্ড কর্নওয়ালিশ এ কোডের মাধ্যমে ইংরেজ বণিক কোম্পানি, ব্রিটিশ সরকার ও ভারতবাসীর জন্য একটি ভারসাম্যপূর্ণ শাসনব্যবস্থা গড়ে তোলার প্রয়াস চালিয়েছিলেন।

উপসংহার: পরিশেষ বলা যায় যে, কর্নওয়ালিশ কোডে আপাতদৃষ্টিতে জনকল্যাণকর বহু বৈশিষ্ট্যের নমুনা থাকলেও এটি সর্বোত প্রাসঙ্গিক কোনো প্রতিবিধান ছিল না। এছাড়া এ ব্যবস্থায় এমন কিছু দুর্বলতা ছিল যার ফলে ঘন ঘন সংশোধন আনতে হয় এবং পরিশেষে উপর্যুপরি সংশোধনে তিন দশকের মধ্যে গোটা সিস্টেমটিই অলক্ষে লুপ্ত হয়।