কি কারণে প্লেটো দার্শনিক রাজার শাসন সমর্থন করেছেন?

অথবা, প্লেটো তার আদর্শ রাষ্ট্রে দার্শনিক রাজার শাসন প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন কেন?

অথবা, প্লেটো তার আদর্শ রাষ্ট্রে দার্শনিক রাজার শাসনের প্রয়োজনীয়তা ব্যাখ্যা কর?

উত্তর: ভূমিকা: প্লেটো তার বিখ্যাত The Republic’ গ্রন্থে আদর্শ রাষ্ট্রের চিত্র অঙ্কন করতে যেয়ে দার্শনিক রাজার শাসনের কথা উল্লেখ করেছেন। কেননা দার্শনিক রাজা সর্বোচ্চ জ্ঞানের অধিকারী ও অভিজ্ঞতাসম্পন্ন এবং তারা সকল ধরনের লোভলালসা থেকে মুক্ত। তারা শুধু দেশের কল্যাণ ও শান্তি প্রতিষ্ঠায় ব্রতী হবেন। এসব কারণে তিনি তার আদর্শ রাষ্ট্রে দার্শনিক রাজার শাসন প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন।

প্লেটো যেসব কারণে দার্শনিক রাজার শাসন সমর্থন করেছেন কিংবা প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন: প্লেটো বিভিন্ন যুক্তিতে তাঁর কল্পিত আদর্শ রাষ্ট্রে দার্শনিক রাজার শাসন সমর্থন করেছেন কিংবা প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন। নিম্নে সেসব যুক্তি বা কারণগুলো উপস্থাপন করা হলো:

১. দার্শনিকগণ সর্বোচ্চ জ্ঞানের অধিকারী: প্লেটোর শিক্ষাব্যবস্থা অনুযায়ী দার্শনিকগণ হবেন সর্বোচ্চ শিক্ষিত ও জ্ঞানী ব্যক্তি। তাদেরকে শারীরিক ও মানসিক সব ধরনের শিক্ষায় শিক্ষিত হতে হবে। তারা হবেন জ্ঞানে ও গুণে সকলের সেরা। যার কারণে তাদের হাতে রাষ্ট্র ক্ষমতা অর্পণ করলে আদর্শ রাষ্ট্র ও আদর্শ শাসন প্রতিষ্ঠিত হবে। এসব ধারণা পোষণ করে প্লেটো তার আদর্শ রাষ্ট্রে দার্শনিক রাজার শাসন সমর্থন করেছেন।

২. অভিজ্ঞতাসম্পন্ন: প্লেটো তৎকালীন গ্রিসের রাজনৈতিক অবস্থা বিবেচনা করে দার্শনিক রাজার শাসনকে সমর্থন করেছেন। তিনি মনে করেন, দার্শনিকগণ সকল ধরনের জ্ঞানের ও গুণের অধিকারী এবং সকল বিষয়ে তাদের বাস্তব অভিজ্ঞতা রয়েছে। তারা রাষ্ট্রের শাসনব্যবস্থা সম্পর্কে বিশেষ অভিজ্ঞতাসম্পন্ন।

৩. আদর্শ রাষ্ট্র প্রতিষ্ঠা: দার্শনিক রাজাই হলো আদর্শ রাষ্ট্রের অন্যতম কর্ণধার। প্লেটো মনে করেন, আদর্শ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হলে দার্শনিক রাজা অত্যাবশ্যক। কেননা দার্শনিক রাজা সর্বোচ্চ জ্ঞান ও গুণের অধিকারী এবং সকল ধরনের লোভলালসা মুক্ত।

৪. সদগুণই জ্ঞান: প্লেটো তার গুরু সক্রেটিসের ‘সদগুণই আন’ (Virtue is Knowledge) এই তত্ত্বের উপর ভিত্তি করে দার্শনিক রাজার শাসনকে সমর্থন করেছেন। কেননা দার্শনিক রাজাগণ হবে সদগুণের অধিকারী এবং তারা রাষ্ট্রকে ন্যায়ের পথে পরিচালিত করবেন।

৫. লোভলালসা মুক্ত: দার্শনিক রাজাগণ হবেন লোভলালসা মুক্ত। কেননা তারা কেউ পরিবার গঠন করতে পারবেন না। তারা থাকবেন অবিবাহিত এবং রাষ্ট্রের কল্যাণে নিবেদিত। যার কারণে তিনি দার্শনিক রাজার শাসনকে সমর্থন করেছেন।

৬. সাম্যবাদ প্রতিষ্ঠা: প্লেটো আদর্শ রাষ্ট্রে সাম্যবাদ প্রতিষ্ঠার মাধ্যমে একটি কল্যাণমূলক রাষ্ট্র ব্যবস্থা গড়ে তুলতে চেয়েছিলেন। তিনি দার্শনিক রাজাকে পরিবার ও সম্পদের বাইরে রাখতে চেয়েছেন যাতে সাম্যবাদ প্রতিষ্ঠিত হয়। কেননা এগুলো মানুষকে স্বার্থবাদী করে তোলে।

৭. ন্যায়বিচার প্রতিষ্ঠা: প্লেটোর আদর্শ রাষ্ট্রের প্রধান উদ্দেশ্য হলো সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠা করা। তিনি মনে করেন, দার্শনিক রাজাই কেবল সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে পারবেন। কেননা তারা সম্পদ ও পরিবারের থেকে মুক্ত জীবনযাপন করবেন।

৮. গণতন্ত্রের প্রতি অনীহ্য: প্লেটো গণতান্ত্রিক শাসনব্যবস্থার প্রতি সর্বদা অনীহা প্রকাশ করেছেন। কেননা তিনি মনে করেন, গণতন্ত্র মূর্খদের শাসনব্যবস্থা। পক্ষান্তরে, দার্শনিক রাজা সকল ধরনের গুণের ও জ্ঞানের অধিকারী।

৯. যুক্তিবাদী: দার্শনিক রাজা শুধু জ্ঞান ও গুণের অধিকারী নয়, বরং তারা যুক্তিবাদী। তারা যে কোনকিছুর বিচার করবেন যুক্তি তর্কের মাধ্যমে। আর এজন্য প্লেটো দার্শনিক রাজার শাসনকে সমর্থন করেছেন।

উপসংহার: উপরিউক্ত আলোচনা শেষে বলা যায় যে, প্লেটো উপর্যুক্ত কারণে তার আদর্শ রাষ্ট্রে দার্শনিক রাজার শাসন প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন। কেননা দার্শনিক রাজাই সকল ধরনের জ্ঞানের অধিকারী এবং তারা লোভলালসা ও সম্পদের অধিকার থেকে মুক্ত।