ক্রিপস মিশনের ব্যর্থতা সংক্ষেপে লিখ।

অথবা, ক্রিপস মিশনের ব্যর্থতা সংক্ষেপে উক্ত-প্রস্তাবে গৃহীত হয় আলোচনা কর।

অথবা, ক্রিপস মিশন কেন ব্যর্থ হয়েছিল?

উত্তর: ভূমিকা: ব্রিটিশ শাসনামলে কিছুদিন পর পর নানা আন্দোলন সংগ্রাম লক্ষ করা যায়। তারই ফলশ্রুতিতে ১৯৪২ সালে ভারতবর্ষে মুসলমানদের স্বতন্ত্র আবাসভূমি এবং কংগ্রেসের স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র হিসেবে ভারতকে প্রতিষ্ঠার দাবি করেন। ঐ যৌথ সমস্যায় ব্রিটিশ সরকার আন্দোলনের মুখে ১৯৪২ সালের ২৩ মার্চ ব্রিটেনের অর্থমন্ত্রী স্যার স্টফোর্ড ক্রিপসকে ভারতের সমস্যা সম্পর্কে আলোচনার জন্য প্রেরণ করেন। তিনি বেশ কিছু প্রস্তাব পেশ করেন যেটি ক্রিপস প্রস্তাব নামে পরিচিত। কিন্তু নানা কারণে ক্রিপস প্রস্তাবটি ব্যর্থ হয়।

ক্রিপস মিশনের ব্যর্থতা : নিম্নে ক্রিপস মিশনের ব্যর্থতা সংক্ষেপে আলোচনা করা হলে ব্রিটিশদের ঔদাসিক মনোভাব: ক্রিপস মিশন ব্যর্থতার জন্য ব্রিটিশ সরকারের ঔদাসিক মনোভাবকে অনেকাংশে দায়ী করা যায়। কারণ ভারতকে’ পূর্ণ স্বাধীনতা ঘোষণা করতে ব্রিটিশ সরকার কখনো ইচ্ছুক ছিল না। আর ইংল্যান্ডের প্রধানমন্ত্রী চার্চিল ছিল ধূর্তবাজ। তাই তিনি ভারতবাসীকে আশার বাণী শুনিয়ে নিজেদের স্বার্থ হাসিল করার চেষ্টা করেন, ফলে ক্রিপস মিশন ব্যর্থ হয়।

১. ভারতে অনুপযুক্ত রাজনৈতিক পরিবেশ: ক্রিপস মিশন পরিকল্পনা যখন পাস হয় তখন ভারতে এক অনুপযুক্ত রাজনৈতিক পরিবেশ বিরাজ করছিল। অর্থাৎ কংগ্রেস ও মুসলিম লীগের মধ্যে দ্বন্দ্ব পরস্পরের মধ্যে সন্দেহ সৃষ্টি করে। ব্রিটেনের – প্রধানমন্ত্রী চার্চিলের ঘোষণা ও ভারতীয়দের মনে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করেছিল। এরূপ বৈরি পরিবেশে এরকম শাসনতান্ত্রিক পদক্ষেপ ব্যর্থ হওয়াটাই স্বাভাবিক ছিল।

২. কংগ্রেসের মনোভাব : কংগ্রেসের বিরূপ মনোভাব ও এই মন্ত্রিমিশন পদক্ষেপ ব্যর্থ হওয়ার জন্য দায়ী ছিল। দেশ রক্ষা বিভাগ ভারতীয়দের হাতে ছেড়ে দেওয়া হয়নি।

(ক) দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত বর্তমান সংবিধান কার্যকর রাখার প্রস্তাবও কংগ্রেসের মনঃপূত হয়নি।

(খ) অবিলম্বে ভারতবর্ষের স্বাধীনতা প্রদানের কথা এ প্রস্তাবে উল্লেখ ছিল না।.

(গ) সাম্প্রদায়িক বাঁটোয়ারার ভিত্তিতে নির্বাচন অনুষ্ঠানের ব্যবস্থা কংগ্রেসের আশানুরূপ হয়নি।

৩. মুসলীম লীগের মনোভাব: বলা চলে মুসলিম লীগের মনোভাবও ক্রিপস মিশন প্রস্তাব ব্যর্থ হওয়ার জন্য দায়ী ছিল।

(ক) বর্ণ ও ধর্মীয় সংখ্যালঘুদের স্বার্থ রক্ষার প্রশ্নে কোনো স্পষ্ট প্রস্তাব ছিল না।

(খ) এ প্রস্তাবে সুস্পষ্টভাবে পাকিস্তান দাবি মেনে নেওয়া হয়নি।

(গ) মুসলমানদের নিয়ে পৃথক গণপরিষদ গঠনের কথাও উক্ত-প্রস্তাবে গৃহীত হয়নি।

উপসংহার: পরিশেষে বলা যায় যে, কংগ্রেস ও মুসলিম লীগ কেউই ক্রিপস মিশনের প্রস্তাব মেনে নিতে পারেনি। ক্রিপসের পক্ষেও এর বেশি কিছু করা বা দেওয়ার ক্ষমতা ছিল না। ফলে ক্রিপস মিশন ব্যর্থতার সম্মুখীন হয়। তবে এ মিশনের প্রস্তাবে বিভিন্ন প্রদেশকে ভারতীয় যুক্তরাষ্ট্র থেকে আলাদা হওয়ার যে অধিকার প্রদানের কথা বলা হয় তা পাকিস্তান আন্দোলন সৃষ্টির পক্ষে ব্যাপক ভূমিকা রাখে।