অথবা, খিলাফত আন্দোলনের প্রচ্ছন্ন কারণ কী ছিল?
উত্তর: ভূমিকা: ভারতীয় উপমহাদেশে খিলাফত আন্দোলন একটি ঐতিহাসিক ঘটনা। খিলাফত আন্দোলন ভারতবর্ষে ব্রিটিশ বিরোধী আন্দোলনের ক্ষেত্রে এক নবজাগরণ বলে আখ্যায়িত করা যায়। এ আন্দোলনকে কেন্দ্র করে সমগ্র অধ্যায়ের সূচনা হয়। বিদেশি শাসনের বন্ধন প্রতিষ্ঠা করাই ছিল মুসলমানদের নিজস্ব শাসন প্রতিষ্ঠা করাই ছিল খিলাফত আন্দোলনের মূল্য লক্ষ্য ও উদ্দেশ্য।
পরোক্ষ বা প্রচ্ছন্ন কারণ: বঙ্গভঙ্গ রদের ফলে মুসলমানদের পুঞ্জীভূত হতাশা ও বিদ্বেষানলকে এবং ১৯১৯ সালের ভারত শাসন আইনের প্রহসন ব্যবস্থাকে অনেকেই খিলাফত আন্দোলনের প্রচ্ছন্ন বা পরোক্ষ কারণ হিসেবে চিহ্নিত করে থাকে।
খিলাফত আন্দোলনের পরোক্ষ বা প্রচ্ছন্ন কারণগুলো নিচে দেয়া হলো:
১. বঙ্গভঙ্গ রদ: ১৯০৫ সালে বঙ্গভঙ্গের ফলে ভারতীয় মুসলমানরা সামাজিক সাংস্কৃতিক অর্থনৈতিক ও রাজনৈতিক ক্ষেত্রে বেশ কিছু সুবিধা অর্জন করেছিল। ব্রিটিশ সরকার ও তদানীন্তন বঙ্গভঙ্গ ব্যবস্থাকে একটা স্থায়ী ব্যবস্থা হিসেবে ঘোষণা দিয়েছিল। কিন্তু ১৯১১ সালে বঙ্গভঙ্গ রহিত করার ফলে মুসলমানেরা ব্রিটিশ সরকারের প্রতি বিক্ষুদ্ধ হয়ে উঠে। যা পরবর্তীতে মুসলমানগণকে পরোক্ষভাবে খিলাফত আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার ইন্ধন যুগিয়েছিল।
২. ১৯১৯ সালের ভারত শাসন আইন: ১৯১৬ সালে লক্ষ্ণৌ চুক্তির ফলশ্রুতিতে ভারতবর্ষের হিন্দু-মুসলমান সম্প্রদায় যৌথভাবে স্বায়ত্তশাসনের দাবি তোলে। ব্রিটিশ সরকার এ দাবির পরিপ্রেক্ষিতে ভারতীয় জনগণকে পর্যায়ক্রমে স্বায়ত্ব শাসন প্রদান করবে বলে ঘোষণা করে। কিন্তু ১৯১৯ সালের ভারত শাসন আইনে ভারতীয় জনতাদের স্বায়ত্তশাসন প্রদান করা হয়নি। এক্ষেত্রে ভারতীয় মুসলমানেরা ব্রিটিশ সরকারের প্রতি বিক্ষুব্ধ হয় এবং প্রতিশ্রুতি ভঙ্গকারী হিসেবে ব্রিটিশ সরকারের চিহ্নিত করে।
উপসংহার: পরিশেষে বলা যায় যে, খিলাফত আন্দোলনের প্রচ্ছন্ন বা পরোক্ষ কারণ খিলাফত আন্দোলনের যথার্থ কারণ নয়। পরোক্ষ কারণগুলো আন্দোলনের জন্য মুসলমানদের মনে ঘৃনা, বিদ্বেষ ইত্যাদি সৃষ্টি করার জন্য অপরিহার্য উপাদান হিসেবে কাজ করেছিল সত্য কিন্তু এ কারণগুলো খিলাফত আন্দোলনের বাস্তবমুখী গতিধারা নির্ধারণে ছিল নীরব। তুরস্কের প্রতি ম্যাভাস চুক্তির হঠকারিতামূলক শর্তহলো এক মুসলমান ধর্মীয় আবেগাপ্লুত ধ্যানধারণা মূলত খিলাফত আন্দোলনের যর্থাথ কারণ হিসেবে চিহ্নিত। কেননা এগুলোই খিলাফত আন্দোলনের বাস্ত বমুখী গতিধারা নির্ধারণে প্রত্যক্ষ ভাবে অনুপ্রেরণা যুগিয়েছিল।