অথবা, সফিস্ট বলতে কী বুঝ?
অথবা, সফিস্ট কারা?
অথবা, সফিস্টদের সম্পর্কে ধারণা দাও।
উত্তরঃ ভূমিকা: প্রাচীন গ্রিসের রাষ্ট্রচিন্তায় সফিস্ট বা যুক্তি দর্শনবিদদের একটি বিশেষ স্থান লক্ষ্য করা যায়। সফিস্টরা সর্বপ্রথম স্বাধীন চিন্তা করার পথ প্রবর্তন করেন এবং এর ফলে সমাজে গণতান্ত্রিক পরিমণ্ডল, তৈরি হয়। যুক্তি দিয়ে বিচার না করে কোন বিষয় গ্রহণ করা ন্যায়সঙ্গত নয়। এর ফলে সমগ্র এথেন্সে স্বাধীন চিন্তার একটা পরিবেশ তৈরি হয়ে যায় এবং সেজন্য পরে এথেন্স জ্ঞানবিজ্ঞান চর্চায় গ্রিস দেশে উল্লেখযোগ্য স্থান দখল করে।
সফিস্টের অর্থ: সফিস্ট শব্দটি গ্রিক শব্দ সফস (Sophos) থেকে এসেছে যার অর্থ হলো জ্ঞান। খ্রিস্টপূর্ব পঞ্চম শতাব্দীর দ্বিতীয় ভাগে পারসিয়ান আক্রমণকারীদেরকে পরাজিত করে এথেন্স নিজ শক্তিমত্তার পরিচয় দেয় এবং স্বাধীনতা প্রতিষ্ঠা করতে সক্ষম হয়। এ রাজনৈতিক পরিবর্তনের ফলে বুদ্ধিজীবী ও পণ্ডিত ব্যক্তিরা স্বাধীনভাবে মতপ্রকাশ ও নানা বিষয়ে গভীরভাবে চিন্তাভাবনা করার সুযোগ পান। বস্তুজগৎ, মনুষ্য প্রকৃতি ও নানা প্রকার প্রতিষ্ঠান সম্পর্কে পণ্ডিত ব্যক্তিরা বিশ্লেষণ শুরু করেন এবং এ বৌদ্ধিক আলোচনায় যারা অংশগ্রহণ করেন ও নেতৃত্ব দেন তারা সফিস্ট নামে পরিচিত। সোইকোফ্রন, হিপ্লিয়াস, প্রোটোগোরাস এবং প্রডিউস প্রমুখ সফিস্ট ছিলেন বিখ্যাত। কেউ কেউ সফিস্টদেরকে কুতার্কিক বলে অভিহিত করেন। কারণ যে কোন বিষয় সম্পর্কে সফিস্টরা চুলচেরা হিসেব বা বিশ্লেষণ করতেন।
উপসংহার: উপর্যুক্ত আলোচনা শেষে বলা যায় যে, প্রাচীন গ্রিসের রাষ্ট্রচিন্তায় সফিস্টরা একটি বিশেষ স্থান দখল করে আছে। সফিস্টরা সর্বপ্রথম স্বাধীন চিন্তা করার পথ প্রবর্তন করেন এবং এর পরিপ্রেক্ষিতে সমাজে গণতান্ত্রিক পরিবেশ তৈরি হয়। তাঁরা সবকিছু যুক্তিতর্ক দিয়ে বিচার-বিশ্লেষণ করে সিদ্ধান্ত গ্রহণ করতেন। এজন্য উইল ডুরান্ট (Will Durant) বলেছেন যে, সফিস্টরা ছিলেন অত্যন্ত বুদ্ধিমান ও জ্ঞানী। এদের আবির্ভাব গ্রিক দর্শনকে উর্বর করে তুলেছিল।