অথবা, নৈতিক অধিকার বলতে কী বুঝ?
অথবা, নৈতিক অধিকার কী?
উত্তরঃ ভূমিকা: রাষ্ট্রের উপর নাগরিকের দ্বিতীয় যে অধিকার তাহলো নৈতিক অধিকার। এর আইনগত কোন ভিত্তি নেই। নৈতিক অধিকার সামাজিক নীতিবোধ ও বিবেকের উপর প্রতিষ্ঠিত। নিম্নে নৈতিক অধিকার সম্পর্কে আলোচনা করা হলো:
নৈতিক অধিকার: নৈতিক অধিকার বলতে বুঝায় মানুষের ব্যক্তিত্বের পরিপূর্ণ বিকাশ ও ব্যক্তিজীবনের যথাযথ প্রকাশের জন্য প্রয়োজনীয় সুযোগ সুবিধা, আদর্শবাদী বা নৈতিক ধারণা অনুসারে মানুষের অন্তর্নিহিত গুণাবলি বা ব্যক্তিসত্তার পরিপূর্ণ বিকাশের উপযোগী বাহ্যিক পরিবেশই হলো নৈতিক অধিকার।
অধ্যাপক লাস্কি (Prof. Laski) এর ভাষায়, “Rights in fact are those conditions of social life without which no man can seek, in general, to be himself at his best.”
মূলত নৈতিক অধিকার হচ্ছে সমাজের ন্যায়বোধ ও বিবেকের দ্বারা সমর্থিত পারস্পরিক দাবি।
উপসংহার: পরিশেষে আমরা বলতে পারি যে, যদিও নৈতিক অধিকার আইন দ্বারা স্বীকৃত নয়, তথাপি নাগরিকের ব্যক্তিত্ব বিকাশে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।