অথবা, ন্যায়তত্ত্ব বা ন্যায় ধর্ম কাকে বলে?
অথবা, ন্যায়তত্ত্ব বলতে কি বোঝ?
উত্তরঃ ভূমিকা: প্রাচীনকালে গ্রিক দার্শনিকদের মধ্যে প্লেটোও ছিলেন বিশিষ্ট স্থানের অধিকারী। খ্রিস্টপূর্ব ৪২৭ অব্দে এথেন্সের এক অভিজাত পরিবারে তাঁর জন্ম হয়। তিনি যেসব গ্রন্থ রচনা করেন, তার মধ্যে ‘The Republic’ অন্যতম। এ গ্রন্থের একটি বিকল্প নাম আছে Treatise Concerning Justice’, এ বিকল্প নাম থেকেই বুঝা যায় যে, ন্যায়বিচারের প্রকৃতি, সঠিক ধারণা এবং তার সঠিক অবস্থান নির্ণয় করাই ‘Republic’ গ্রন্থের মৌলিক বিচার্য বিষয়। অধ্যাপক সেবাইন বলেছেন, “ন্যায়ধর্মের ধারণার মাধ্যমেই রিপাবলিকের বিভিন্ন মতবাদ চূড়ান্ত রূপ লাভ করেছে।”
ন্যায়তত্ত্ব বা ন্যায়ধর্ম:
প্লেটোর মতে, ‘ন্যায়তত্ত্ব’ হলো এমন একটি সামাজিক প্রক্রিয়া, যার মাধ্যমে ব্যক্তি চারিত্রিক পূর্ণতা লাভ করতে । সত্য এবং সুষ্ঠু জীবনবিকাশে এর গুরুত্ব প্রভৃত।”
পাবে ন্যায়তত্ত্বের ব্যাখ্যা বিভিন্ন জন বিভিন্নভাবে প্রদানে ব্রত হয়েছেন। সেবাইন বলেছেন, “ন্যায়বিচার হলো সমন্বয় সবনকারী ও সম্প্রীতিপূর্ণ একটা রন্ধন, যা সমাজে মানুষকে একই সূত্রে আবদ্ধ করে।”
অনুরূপ A. K. Mokhopadhyay বলেছেন, “Justice is the best preserved when, every man minds
their respective functions.”
J. P. Suda এর মতে, “Justice also used in a very wide sense it means morality on goodness in general and not merely the equality displayed in legal acts commonly described as just.”
সফিস্ট Cephalus এর ভাষায় ন্যায়বিচার হলো Justice sums to lie in speaking the truth and paying one’s dept.” অর্থাৎ, তার মতে, সত্য ভাষণ ও ঋণ পরিশোধেই ন্যায়বিচার নিহিত।
T. A. Sinclair এ সম্পর্কে বলেছেন যে, “Justice is right order a healthy condition with the soul of man or state, in cannot but then in justice.”
প্লাউকন (Glaucon) ন্যায়বিচারকে এক ধরনের কৃত্রিম ধারণা এবং চুক্তি বা প্রথার ফলশ্রুতি বলে অভিহিত করেছেন।
পলিমার্কস প্লেটোর ন্যায় তত্ত্ব সম্পর্কে বলেন যে, Justice consists in the giving each man of what is proper or due to him.” এটিকে তিনি অন্যভাবেও ব্যক্ত করেছেন, “Doing good for friends and harm to cnimies.” অর্থাৎ, বন্ধু-বান্ধবদের প্রতি সদ্ব্যবহার এবং শত্রুর প্রতি অনিষ্টসাধনই ন্যায়বিচার।
উপসংহার: উপর্যুক্ত আলোচনা শেষে বলা যায় যে, ন্যায়তত্ত্ব সম্পর্কে বিভিন্ন অভিযোগ থাকলেও প্লেটোর নিজস্ব দৃষ্টিভঙ্গি থেকে বিশ্লেষণ করলে তার ন্যায়বিচার তত্ত্বের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের কোন ভিত্তি খুঁজে পাওয়া যায় না। প্লেটো তাঁর ন্যায়ধর্মে প্রত্যেক মানুষকে তার স্ব-স্ব বৃত্তিতে থাকার উপর জোর দিয়েছেন। এ ধারণা কোন আইনগত ধারণা নয়। এতে গণতান্ত্রিক নীতিবোধ বিঘ্নিত হলেও এটি একটি অবৈজ্ঞানিক তত্ত্ব নয়।