অথবা, বীরশ্রেষ্ঠের পদবিসহ নাম উল্লেখ কর।
উত্তরঃ ভূমিকা: ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে সাতজন বীরশ্রেষ্ঠের অবদান অত্যন্ত গৌরবোজ্জ্বল। দেশের জন্য তাঁরা সর্বোচ্চ আত্মত্যাগ করে মাতৃভূমিকে শত্রুমুক্ত করে গেছেন। বাঙালি জাতি তাঁদের এ আত্মত্যাগকে শ্রদ্ধাভরে স্মরণ করে থাকে। নিচে সাত জন বীরশ্রেষ্ঠের পদবি ও নাম বর্ণিত হলো:
পদবি নাম
১. সিপাহি
সিপাহি মোস্তফা কামাল।
২. ল্যান্স নায়েক
ল্যান্স নায়েক মুন্সী আদুর রউফ।
৩. ফ্লাইট লেফটেন্যান্ট
ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান।
৪. ল্যান্স নায়েক
ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ।
৫. সিপাহি
সিপাহি হামিদুর রহমান।
৬. স্কোয়াড্রন লিডার
রুহুল আমিন।
৭. ক্যাপ্টেন
ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর।
উপসংহার: পরিশেষে বলা যায় যে, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে এ সাতজন বীরশ্রেষ্ঠের অবদান ও ভূমিকা ছিল অপরিহার্য। বাংলাদেশের ইতিহাসে তাদের নাম স্বর্ণাক্ষরে লেখা রয়েছে এবং থাকবে। যতদিন বাংলাদেশ থাকবে, বাঙালি জাতি থাকবে, ততদিন সাত বীরশ্রেষ্ঠ সর্বোচ্চ সম্মান ও মর্যাদায় চির ভাস্বর হয়ে থাকবে।