প্রথম ও দ্বিতীয় জাতীয় সম্মেলনের সিদ্ধান্তসমূহ সংক্ষেপে আলোচনা কর।

অথবা, প্রথম ও দ্বিতীয় জাতীয় সম্মেলনের সিদ্ধান্তসমূহ সম্পর্কে কী জান?

অথবা, প্রথম ও দ্বিতীয় জাতীয় সম্মেলনের সিদ্ধান্তসমূহের আলোকে সংক্ষিপ্ত ব্যাখ্যা দাও।

উত্তর: ভূমিকা: ভারতবর্ষে ব্রিটিশ শাসনের প্রথম পর্যায় থেকে ভারতীয়রা বিভিন্ন দাবিতে আন্দোলন করে ব্রিটিশ সরকার ও ভারতীয় জনসাধারণকে দমিয়ে রাখার জন্য একের পর এক আইন পাস করে। কিন্তু এতে দেখা যায় যে, ভারতীয়দের আশা-আকাঙ্ক্ষার বাস্তব প্রতিফলন হচ্ছে না। তাই ভারতীয়রা নিয়মতান্ত্রিক উপায়ে দাবি দাওয়া পূরণের জন্য ১৮৮৫ সালে লর্ড ডাফরিনের সমর্থনে একটি সংগঠন প্রতিষ্ঠা করে। এটাই ভারতীয় জাতীয় কংগ্রেস নামে খ্যাত। তবে কংগ্রেস প্রতিষ্ঠার ক্ষেত্রে প্রথম ও দ্বিতীয় জাতীয় সম্মেলনও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

নিচে সে সম্পর্কে আলোচনা করা হলো:

১. প্রথম জাতীয় সম্মেলনের সিদ্ধান্ত: ১৮৮৩ সালে কলকাতায় সরকারি পৃষ্ঠপোষকতায় এক আন্তর্জাতিক প্রদর্শনীর আয়োজন করা হয়। ভারতের বিভিন্ন স্থান থেকে বহু বিশিষ্ট নেতা এ প্রদর্শনী উপলক্ষে কলকাতায় সমাবেত হন। এ সময় কূটকৌশলের আশ্রয় নিয়ে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় কলকাতায় এক জাতীয় সম্মেলন আহ্বান করেন। ভারতের বিভিন্ন অংশ থেকে শতাধিক প্রতিনিধি এ সম্মেলনে যোগ দেন। এ সভায় শিল্প ও কারিগরি শিক্ষা, বৃহত্তর কর্মসংস্থান, বিচারব্যবস্থার পৃথকীকরণ ও প্রতিনিধিত্বমূলক সরকার গঠন বিষয়ে আলোচনা হয়। এ সম্মেলন এক পর্যায়ে সফল হয়। এ সম্মেলন সফল হলে ভারতীয়রা একটি সংগঠন প্রতিষ্ঠার জন্য তৎপর হন।

২. দ্বিতীয় জাতীয় সম্মেলনের সিদ্ধান্ত: ১৮৮৩ সালের প্রথম জাতীয় সম্মেলন সফল হলে ১৮৮৫ সালে, ডিসেম্বর মাসে কলকাতায় জাতীয় সম্মেলনের দ্বিতীয় অধিবেশন আহ্বান করা হয়। এ সভায় আলোচ্য বিষয় ছিল সিভিল সার্ভিস পরীক্ষার সংস্কার। একযোগে ইংল্যান্ড ও ভারতে পরীক্ষা গ্রহণ। অস্ত্র আইন রহিতকরণ, বিচার ও শাসন বিভাগের পৃথকীকরণ, সামরিক ও সাধারণ প্রশাসন বিভাগের ব্যয়ভার কমানো ইত্যাদি এসব বিষয়ে আলোচনার অন্তরালে কংগ্রেস প্রতিষ্ঠার জন্য ভারতীয় নেতারা চেষ্টা চালান, যার জন্য দেখা যায়। এক পর্যায়ে কংগ্রেস গঠন করার মনোভাব নিয়ে ১৮৮৫ সালের ২৭ ডিসেম্বর দ্বিতীয় অধিবেশন সমাপ্ত হয়।

উপসংহার: পরিশেষে বলা যায় যে, ১৮৮৫ সালে যে কংগ্রেস প্রতিষ্ঠিত হয় তা একদিনে বা একা কারো উদ্যোগে প্রতিষ্ঠিত হয়নি। এ কংগ্রেস প্রতিষ্ঠার পশ্চাতে মুখ্য কারণ ছিল সুদীর্ঘকাল থেকে ব্রিটিশ সরকারের শোষণ ও নির্যাতন। তাই শোষিত ভারতবাসীর দীর্ঘদিনের চেপে থাকা ক্ষোভের চরম মুক্তির আকাঙ্ক্ষার বহিঃপ্রকাশ হলো একটি নিয়মতান্ত্রিক সংগঠন গড়ে তোলার প্রয়াস। এরই ফলশ্রুতিতে ১৮৮৫ সালে গঠিত হয় সর্বভারতীয় জাতীয় কংগ্রেস।