অথবা, প্লেটোর প্রধান প্রধান গ্রন্থাবলির নাম লিখ।
অথবা, প্লেটোর কয়েকটি গ্রন্থের নাম লিখ।
উত্তরঃ ভূমিকা: বিশ্ব রাষ্ট্র ব্যবস্থার অগ্রগতিতে ও সমাজসভ্যতার উন্নয়নে যেসব মনীষীর অবদান বা চিন্তাধারা বর্তমান সমাজেও দৃষ্টান্তস্বরূপ হয়ে আছে, গ্রিক দার্শনিক প্লেটো ছিলেন তাঁদের মধ্যে অন্যতম। রাষ্ট্রদর্শনের কতিপয় ক্ষেত্রে প্লেটো মৌলিকত্ব আনয়ন করলেও সামগ্রিকভাবে তাঁর দর্শনে সমকালীন চিন্তাধারার প্রভাব ছিল স্পষ্ট।
প্লেটোর রচনাবলি: এক তথ্য বিবরণী মতে, প্লেটো ছোট-বড় মিলে মোট ৩৬ খানা গ্রন্থ রচনা করেন। তন্মেধ্যে
উল্লেখযোগ্য গ্রন্থগুলো হলো:
১. এপোলজি, ২. ক্রিটো, ৩. ইউগ্রিন, ৪. ল্যাচেস্, ৫. আইয়ন, ৬. প্রোটাগোরাস, ৭. চারমাইডিস, ৮. লাইসিস্, ৯. রিপাবলিক, ১০. জর্জিয়াস, ১১. মেনো, ১২. ইউথিডেমাস, ১৩. ক্র্যাটিলাস, ১৪. সিম্পোজিয়াম, ১৫. ফিডো, ১৬. ফিড্রাস, ১৭. থিয়্যাটিটাস, ১৮. পারমেনাইডিস, ১৯. সোফিস্ট, ২০. ফাইলিবাস, ২১. টাইমিয়াস, ২২. ল’স্।
উপসংহার: উপর্যুক্ত রচনাবলি সম্পর্কে একথাই বলা যায় যে, গোটা বিশ্বকে অনন্তের একটি চলমান ছবি বলে বর্ণনা করা হয়েছে। যার প্রতিপাদ্য বিষয় সুভের সাথে সুখের সন্ধান।