প্লেটোর ন্যায় ধর্মতত্ত্ব সংক্ষেপে পর্যালোচনা কর।

অথবা, প্লেটোর ন্যায়ততত্ত্ব বর্ণনা কর।

উত্তর: ভূমিকা: প্রাচীনকালে গ্রিক দার্শনিকদের মধ্যে প্লেটোও ছিলেন বিশিষ্ট স্থানের অধিকারী। খ্রিস্টপূর্ব ৪২৭অব্দে এথেন্সের এক অভিজাত পরিবারে তাঁর জন্ম হয়। তিনি যেসব গ্রন্থ রচনা করেন, তার মধ্যে ‘The Republic অন্যতম। এ গ্রন্থের একটি বিকল্প নাম আছে ‘Treatise Concerning Justice’. এ বিকল্প নাম থেকেই বুঝা যায় যে, ন্যায়বিচারের প্রকৃতি, সঠিক ধারণা এবং তার সঠিক অবস্থান নির্ণয় করাই ‘Republic’ গ্রন্থের মৌলিক বিচার্য বিষয়। অধ্যাপক সেবাইন বলেছেন, “ন্যায়ধর্মের ধারণার মাধ্যমেই রিপাবলিকের বিভিন্ন মতবাদ চূড়ান্ত রূপ লাভ করেছে।”

ন্যায়ধর্ম বা ন্যায়বিচারের অর্থ: ইংরেজি ‘Justice’ শব্দের বাংলা অর্থ হচ্ছে মূল ন্যায়বিচার বা ন্যায়ধর্ম। ইংরেজি ‘Justice’ শব্দটির উৎপত্তি হয়েছে ফরাসি শব্দ ‘ডিকাইসুনি’ থেকে। ডিকাইসুনি শব্দের অর্থ ন্যায়ভিত্তিক আলোচনা বা নৈতিকতা রক্ষা করা। সুতরাং ন্যায়ধর্ম বা ন্যায়বিচার বলতে সকল যুগে, সকল সমাজে সাধারণত দায়িত্ব পালন করা, অপরের ঋণ পরিশোধ করা, সৎভাবে চলা, দয়াদাক্ষিণ্য প্রদর্শন করা, অন্যের ক্ষতি সাধন না করা ইত্যাদি গুণকে বুঝায়। মোটকথা, সমস্ত মহৎ গুণের সমন্বয়ে ন্যায়ধর্ম গড়ে উঠে।

ন্যায়তত্ত্বের উদ্দেশ্য গ্রিক নগররাষ্ট্র এথেন্স এবং স্পার্টার তৎকালীন সামাজিক ও রাজনৈতিক পরিবেশ পেশাদার রাজনীতিবিদদের স্বার্থপরতা, অনধিকার চর্চা ও অন্যান্য ঘটনা প্লেটোকে রীতিমতো ভাবিয়ে তোলে। এ অবস্থা থেকে পরিত্রাণের উদ্দেশ্যে প্লেটো শ্রম বিভাগ এবং কর্মবিশেষীকরণের উপর ভিত্তি করে তাঁর ন্যায়নীতি সম্পর্কিত মতবাদ আবিষ্কার ও বাস্তবায়নের জন্য উদ্বুদ্ধ হন।

উপসংহার: পরিশেষে বলা যায় যে, Plato এর ন্যায়ধর্ম তত্ত্ব The Republic এ খুবই গুরুত্বপূর্ণ একটি প্রধান বিষয় হিসেবে পরিগণিত হয়েছে।