প্লেটোর সাম্যবাদের লক্ষ্য বা উদ্দেশ্য সংক্ষেপে আলোচনা কর।

অথবা, প্লেটোর সাম্যবাদ সম্পর্কে সংক্ষেপে বর্ণনা কর।

অথবা, প্লেটোর সাম্যবাদের উদ্দেশ্য কি ছিল বর্ণনা কর।

উত্তর: ভূমিকা: মহান গ্রিক দার্শনিক প্লেটোর অমর গ্রন্থ ‘The Republic’ এ বর্ণিত আদর্শ রাষ্ট্রের বাস্তবায়নকল্পে তিনি দুটি উপায়ের প্রয়োজনীয়তা তীব্রভাবে অনুভব করেন। এদের একটি হলো শিক্ষাব্যবস্থা এবং অন্যটি হলো সাম্যবাদ তত্ত্ব। একটি আদর্শ রাষ্ট্র গঠনের জন্য যদিও প্লেটো শিক্ষাব্যবস্থার উপর খুব জোর দিয়েছেন, তথাপি তিনি সাম্যবাদকে উপেক্ষা করতে পারেন নি। প্লেটোর সাম্যবাদ তাঁর রাজনৈতিক দর্শনের এক অনবদ্য সৃষ্টি।

প্লেটোর সাম্যবাদের লক্ষ্য বা উদ্দেশ্য: প্লেটোর সাম্যবাদের মূল লক্ষ্য হলো আদর্শ রাষ্ট্রের বাস্তবায়ন করা এবং ন্যায়বিচার প্রতিষ্ঠা করা। প্লেটো তাঁর সাম্যবাদ তত্ত্বে শাসক ও যোদ্ধাশ্রেণীর সম্পত্তি ও পরিবার উচ্ছেদের কথা বলেছেন। কারণ সম্পত্তি ও পরিবার শাসক ও যোদ্ধাশ্রেণীকে মায়ার বন্ধনে আবদ্ধ করে, যা আদর্শ রাষ্ট্রের বাস্তবায়নে নানারূপ প্রতিবন্ধকতার সৃষ্টি করে। তাই প্লেটো বলেছেন, “একমাত্র সাম্যবাদের মাধ্যমে ব্যক্তির আত্মকেন্দ্রিক চেতনা পরিবর্তিত হয়ে সমাজকেন্দ্রিক হতে পারে।” তাঁর সাম্যবাদের মূল লক্ষ্য হলো ব্যক্তির চিত্তকে সম্পূর্ণরূপে বিশুদ্ধ করে ন্যায়ধর্মের অনুগত্য করা। ওয়েপার (Wayper) প্লেটোর চিন্তাধারার বিশ্লেষণ করে বলেছেন, তাঁর সময়ে বহু রাষ্ট্রে প্রকট বৈষম্য বিরাজ করতো এবং এ কারণে তারা ধ্বংসের সম্মুখীন হয়ে পড়েছিল। প্লেটোর চিন্তাধারা আধুনিককালের মার্কসের ও এঙ্গেলসের শ্রেণিবৈষম্য ও শ্রেণিসংগ্রামের সাথে সামঞ্জস্যপূর্ণ।

উপসংহার: পরিশেষে বলা যায় যে, প্লেটোর সাম্যবাদ সমাজের সকল শ্রেণির জন্য নয়। তার মূল লক্ষ্য ছিল আদর্শ রাষ্ট্রের বাস্তবায়ন করা ও ন্যায়বিচার প্রতিষ্ঠা করা। তার সাম্যবাদ উৎপাদক শ্রেণির জন্য কার্যকর নয়। এটা কেবলমাত্র রাষ্ট্রের অভিভাবক ও সৈনিক শ্রেণির জন্য। মূলত আদর্শ রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে সাম্যবাদ হলো একটি বৈষয়িক অর্থনৈতিক অনুসিদ্ধান্ত।