বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লিখে রাখা ‘অসমাপ্ত আত্মজীবনী’ সম্পর্কে একটি টীকা লিখ।

অথবা, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লেখা ‘অসমাপ্ত আত্মজীবনী’ সম্পর্কে যা জান লিখ।

উত্তর। ভূমিকা: হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লিখে রাখা খণ্ডিত জীবনী নিয়ে প্রকাশিত গ্রন্থ ‘অসমাপ্ত আত্মজীবনী’। ১৯৬৬-৬৯ সালে কারাবন্দি অবস্থায় একটু একটু করে আত্মজীবনী লেখা শুরু করেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। কিন্তু তার আরো অনেক কাজের মতো সেই কাজটাও রয়ে যায় অসমাপ্ত।

অসমাপ্ত আত্মজীবনী: চারটি খাতায় লিখে রাখা সেই খণ্ডিত জীবনী নিয়েই ১৮ জুন ২০১২ প্রকাশিত হয় ‘অসমাপ্ত আত্মজীবনী’। বইটির প্রকাশক ‘ইউনিভার্সিটি প্রেস লিমিটেড’ (ইউপিএল)। একই দিনে ভারত ও পাকিস্তান থেকে একযোগে একাশিত হয় এর ইংরেজি অনুবাদ The Unfinished Memories’। ইউপিএলের সাথে বিশেষ ব্যবস্থায় ভারতে বইটি প্রকাশ করে ‘পেঙ্গুইন ইন্ডিয়া’ এবং পাকিস্তানে প্রকাশ করে ‘অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস পাকিস্তান’। সমকালীন বাংলা আত্মজীবনী সাহিত্যের সবচেয়ে আলোচিত এ বইটিতে রয়েছে আত্মজীবনী লেখার প্রেক্ষাপট, লেখকের বংশপরিচয়, জন্ম, শৈশব, স্কুল-কলেজের শিক্ষা জীবনের পাশাপাশি সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ড, দুর্ভিক্ষ, বিহার ও কলকাতার দাঙ্গা, দেশভাগ, কলকাতাকেন্দ্রিক প্রাদেশিক মুসলিম লীগ ও মুসলিম লীগের রাজনীতি, ১৯৪৭ সালে দেশবিভাগ থেকে ১৯৫৪ সাল পর্যন্ত পূর্ব বাংলার রাজনীতি, কেন্দ্রীয় ও প্রাদেশিক মুসলিম লীগ সরকারের অপশাসন, ভাষা আন্দোলন, ছাত্রলীগ ও আওয়ামী লীগ প্রতিষ্ঠা, যুক্তফ্রন্ট গঠন ও নির্বাচনে বিজয়ী হয়ে সরকার গঠন, আদমজীর দাঙ্গা, পাকিস্তান কেন্দ্রীয় সরকারের বৈষম্যমূলক শাসন ও বিস্তৃত বিবরণ এবং এসব বিষয়ে লেখকের প্রত্যক্ষ অভিজ্ঞতার বর্ণনা। বইটিতে লেখকের জেল ও জেলের বাইরের জীবন, পিতামাতা, সহধর্মিণী, সন্তানসন্ততি ও পরিবার পরিজনের কথা অত্যন্ত চমৎকারভাবে বর্ণিত হয়েছে।

উপসংহার: পরিশেষে বলা যায় যে, বঙ্গবন্ধু তাঁর অসমাপ্ত আত্মজীবনীতে বংশপরিচয়, জন্ম, শৈশব, ছাত্রজীবন, তাঁর সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ড, দেশের দুর্ভিক্ষ, দাঙ্গা, দেশবিভাগ, পাকিস্তান সরকারের অপশাসন, ষড়যন্ত্র প্রভৃতি বিষয়ের অভিজ্ঞতার বর্ণনা দিয়েছেন। এছাড়া তিনি তাঁর কারাজীবন, ভ্রমণকাহিনী, তাঁর পরিবার পরিজনের কথাও তাঁর অসমাপ্ত স্মৃতিকথায় তুলে ধরেছেন।