অথবা, বাংলাদেশে নারী সমাজের প্রতিবন্ধকতাগুলো কী কী?
অথবা, বাংলাদেশে নারী সমাজের দুর্বল দিকগুলো সংক্ষেপে লিখ।
ভূমিকা: বাংলাদেশে অর্থনৈতিক উন্নয়নে নারী জাতির ভূমিকা অনস্বীকার্য। নারী সমাজের উন্নয়ন ঘটারে পারলে দেশ আরো দ্রুত বেগে এগিয়ে যাবে। তাই নারী সমাজের সমস্যা নির্মূলে সরকারকে হতে হবে দৃঢ়প্রতিজ্ঞ। নারীদের সমস্যাগুলো সমাজের জন্য অভিশাপ স্বরূপ তাই এই সমস্যাগুলো কখনও প্রত্যাশিত হতে পারে না।
বাংলাদেশে নারী সমাজের সমস্যাসমূহঃ বাংলাদেশে নারী সমাজের বেশ কিছু সমস্যা রয়েছে সেগুলো সংক্ষেপে তুলে ধরা হলোঃ
১. যৌতুক প্রথা: যৌতুক প্রথা নারী সমাজের প্রধান সমস্যা হিসেবে গণ্য। যৌতুকের কারণে বিবাহের পর স্বামী স্ত্রীকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন চালায়। যা নারীর ব্যক্তিত্বকে পর্যন্ত আঘাত করে থাকে। যার জন্য অনেক নারী আত্মহত্যার পদও বেছে নিচ্ছে।
২. পতিতাবৃত্তিঃ বিধবা ও অসহায় নারীদেরকে কর্মসংস্থানের ব্যবস্থাদি না থাকাতে তারা পতিতাবৃত্তি পেশা হিসেবে। গ্রহণ করেছে। ফলে নারীদের নৈতিক অধঃপতন ও নারী সমাজের উন্নয়ন ব্যাহত হচ্ছে।
৩. ভিক্ষাবৃত্তিঃ ভিক্ষাবৃত্তি নারী সমাজের অন্যতম একটি সমস্যা। অনেক নারী স্বামী পরিত্যক্ত, বিধবা ও অসহায় কখনও স্বামীর দোষে দাম্পত্য কলহে জড়িয়ে পড়েছে। যা তাদের সুন্দর জীবনযাপনের পথে বড় বাধা হিসেবে গণ্য হচ্ছে।
৪. দাম্পত্য কলহঃ নারীদের আরেকটি সমস্যা হলো দাম্পত্যজীবনে কলহ। তারা তাদের নিজেদের দোষে আবার অবস্থায় জীবিকার তাগিদে এই হীন কর্মটি বেছে নিচ্ছে।
৫. এসিড নিক্ষেপঃ প্রেমিকাকে প্রেম নিবেদনে ব্যর্থ হয়ে অনেক প্রেমিকই এসিড ছুড়ে মারছে। ফলে ঝলছে যাচ্ছে
অসংখ্য নারীর মুখাবয়ব। সেই সাথে তাদের সুন্দর স্বপ্নগুলো হচ্ছে ধূলিসাৎ। যা তাদের জীবনে দুঃখের সৃষ্টি করছে।
৬. প্রতবন্ধীত্বঃ প্রতিবন্ধীত্ব গ্রহণের ফলে নারীরা তাদের স্বাভাবিক কার্যক্রমগুলো সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারছে না।
তাছাড়া তারা অন্যের গলগ্রহ হয়ে থাকতে তাদের জীবন বেশ দুর্বিষহ হয়ে উঠেছে। তাই তারা জীবন সংগ্রামে পিছিয়ে যাচ্ছে।
৭. ধর্ষণ: ধর্ষণ নারী সমাজে অহরহ ঘটে থাকে। নারীরা তাদের দৈহিক গঠনবৃত্তি ও অশালীন বেশভূষা এবং সুমিষ্ট কন্ঠের কারণে ধর্ষণের শিকার হয়। যা তাদের জীবন ধারাকে বেশ ক্ষতিগ্রস্ত করেছে।
উপসংহারঃ পরিশেষে বলা যায় যে, নারীরা একটি সমাজের গুরুত্বপূর্ণ অংশ। নারীরাই পারে সমাজের কাঙ্ক্ষিত পরিবর্তনে অনন্য ভূমিকা রাখতে। দুঃখজনক হলেও সত্য এই নারী সমাজ বিভিন্ন সমস্যায় আজ হয়েছে জড়িত। তাই দেশের উন্নয়নকে অব্যাহত রাখতে উক্ত সমস্যাগুলো নিরসনে সরকারকে কার্যকরী পদক্ষেপ নিতে হবে।