বাংলার ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য কোন কোন ক্ষেত্রে প্রভাব বিস্তার করেছে?

অথবা, বাংলার ভূপ্রকৃতি বাঙালির জীবনের কোন ক্ষেত্রগুলোকে প্রভাবিত করেছে?

উত্তর: বাংলা একটা বিরল ভূ-বৈচিত্র্যপূর্ণ অঞ্চল। এর চারদিক ভূপ্রকৃতি দ্বারা বা প্রাকৃতিকভাবে বেষ্টিত। এর তিন দিকে সুউচ্চ পাহাড় ও জঙ্গলাকীর্ণ এবং একদিকে উন্মুক্ত সমুদ্রদ্বার। এর মাঝখানের সমভূমির সাম্য এ অঞ্চলের সকল ক্ষেত্রকে প্রভাবিত করেছে।

বাংলার ভূ-বৈশিষ্ট্যের প্রভাব: বাংলার মানুষ প্রাচীনকাল থেকে সাংস্কৃতিকভাবে একটা স্বকীয় সত্তা গড়ে তুলতে সক্ষম হয়েছে। এর প্রকৃতির সাথে মানুষ নিজেদের সম্মিলন ঘটিয়েছে।

বাংলার ভূপ্রকৃতি বা বৈশিষ্ট্য যে বিষয়গুলোকে গভীরভাবে প্রভাবিত করেছে সেগুলো হলো:

১. বাংলার প্রাগৈতিহাসিক নির্ধারণে প্রভাব।

২. বাংলার নৃমিশ্রণে প্রভাব।

৩. সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় জীবনে প্রভাব।

৪. অর্থনৈতিক জীবনে প্রভাব।

৫. বাংলা ও বহির্বিশ্ব বাণিজ্যিক ও সাংস্কৃতিক সম্পর্কে ভৌগোলিক প্রভাব এবং অন্যান্য ক্ষেত্রেও প্রভাব বিস্তার করতে সক্ষম হয়।

বাংলার প্রাগৈতিহাসিক খননাবিষ্কারের মাধ্যমে প্রত্নতাত্ত্বিক নিদর্শন পাওয়া যায়। বাংলায় মানুষের প্রাচীনত্ব সম্পর্কে এসব প্রত্নতাত্ত্বিক নিদর্শন থেকে তথ্য পায়, যা বাংলার অবস্থান বা ভৌগোলিক অবস্থানের জন্যই এর ইতিহাসকে প্রভাবিত করেছে। 

বিভিন্ন সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে দেখা যায়, বাংলার সুগঠিত প্রধান ভূভাগ নানাবিধ গুরুত্বপূর্ণ কারণে প্রাচীন মানুষকে অঞ্চলের দিকে আসতে সহায়তা করেছে।

এ এছাড়া নৃমিশ্রণ থেকে শুরু করে সামাজিক, সাংস্কৃতিক এবং ধর্মীয় সহনশীলতায় বাংলার ভূপ্রকৃতি ভূমিকা রেখে বাংলার অর্থনৈতিক কাঠামোও এর ভূপ্রকৃতির মাধ্যমে নির্ধারিত হয়েছে।

চিত্র্যপূর্ণ ভূপ্রকৃতি পৃথিবীর অন্য অঞ্চল থেকে একে সম্পূর্ণ আলাদা করেছে এবং প্রায় জনমানুষের সকল ক্ষেত্রে প্রভাব বিস্তার করেছে।

উপসংহার: পরিশেষে বলা যায় যে, বাংলার ভৌগোলিক চরিত্র, ভূপ্রকৃতি, আবহাওয়া, জলবায়ু, নদ-নদী, সমুদ্র বাঙালি সমাজ, অর্থনীতি, রাজনীতি, ধর্ম, সংস্কৃতি, সভ্যতা গঠন করেছে। বাঙালির এই গঠন প্রক্রিয়ায় যে আদান-প্রদান ঘটে তা বাংলাকে বিশেষ বৈশিষ্ট্য প্রদান করেছে।