অথবা, বিচার বিভাগের স্বাধীনতা কাকে বলে? বিচার বিভাগের স্বাধীনতা রক্ষার উপায়সমূহ রচনা কর।
উত্তরঃ ভূমিকা: ন্যায়বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে বিভাগীয় স্বাধীনতা খুবই গুরুত্বপূর্ণ। বিচারকগণ যদি স্বাধীন বা মুক্ত না থাকতে পারেন তাহলে ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব নয়। তাই কোন বিবাদ মীমাংসার ক্ষেত্রে বিচারকগণকে অবশ্যই সততা, বিচক্ষণতা ও নিরপেক্ষতার নীতি অবলম্বন করতে হবে। জনগণের স্বাধীনতা দেশের স্বাধীন বিচার বিভাগের উপর নির্ভরশীল। যার জন্য বিচার বিভাগকে সর্বদা সর্বপ্রকার সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক প্রভাব এবং সরকারি হস্তক্ষেপ মুক্ত থাকতে হবে।
বিচার বিভাগের স্বাধীনতা : সহজভাবে বিচার বিভাগীয় স্বাধীনতা বলতে আমরা বুঝি, আইনানুযায়ী সরকারের বিচারকার্য সম্পাদনের ক্ষেত্রে নিরপেক্ষতার নীতি অবলম্বন। এজন্য বিচার বিভাগকে সর্বপ্রকার হস্তক্ষেপমুক্ত থাকতে হবে।
প্রামাণ্য সংজ্ঞা: বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানী বিভিন্ন দৃষ্টিকোণ থেকে বিচার বিভাগের স্বাধীনতার সংজ্ঞা প্রদান করেছেন। নিম্নে তাঁদের কয়েকটি সংজ্ঞা উল্লেখ করা হল:
অধ্যাপক গার্নার এর মতে, “If the judges wisdom, probity and freedom of decision, the high purposes for which the judiciary is established cannot be secured.”
লর্ড ব্রাইস এর মতে, “কোন দেশের সরকারের কৃতিত্ব পরিমাপ করার সর্বোত্তম মাপকাঠি হচ্ছে তার বিচার বিভাগের দক্ষতা ও যোগ্যতা।” [Bryce: Modern Democracis Vol, 11; P-283.] ‘জেন্স (Janes) বলেন, “বিচার বিভাগের স্বাধীনতার অর্থ হলো বিচার বিভাগের নিরপেক্ষতা ও আপসহীনতা।”
হ্যামিলটন (Hamilton) এর অভিমত, “বিচার বিভাগের স্বাধীনতা হল অন্যান্য বিভাগের হস্তক্ষেপমুক্ত হয়ে স্বাধীন ও নিরপেক্ষভাবে বিচারের রায় ঘোষণা করা।” কেন্ট (Kent) এর ভাষায়, “বিচার বিভাগের স্বাধীনতা বলতে বিচার বিভাগের প্রভাবমুক্ত ও নিরপেক্ষতাকে বুঝায়।”
উপসংহার: উপর্যুক্ত আলোচনার শেষ প্রান্তে এসে আমরা বলতে পারি বিচার বিভাগের স্বাধীনতা হল বিচার বিভাগ সরকারের শাসন বিভাগ ও আইন বিভাগের প্রভাবমুক্ত হয়ে নিজের ক্ষমতা বলে বিচার কাজ পরিচালনা করা।