বিচার বিভাগ কী?

অথবা, বিচার বিভাগের সংজ্ঞা দাও।

অথবা, বিচার বিভাগ বলতে কী বুঝ?

উত্তর: ভূমিকা: সরকারের তিনটি বিভাগের মধ্যে বিচার বিভাগ অন্যতম। বিচার বিভাগের মাধ্যমে দেশের জনগণের অধিকার রক্ষিত হয়। দেশের উন্নয়নে দরকার স্বাধীন ও নিরপেক্ষ বিচারব্যবস্থা।

বিচার বিভাগ: সাধারণভাবে বলা যায়, সরকারের যে বিভাগ বিচার কাজের সাথে জড়িত সে বিভাগকে বিচার বিভাগ বলে।

বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানী বিভিন্নভাবে বিচার বিভাগের সংজ্ঞা দিয়েছেন। যথা:

হেনরি সিজউইক বলেন, “বিচার বিভাগ হলো সেই বিভাগ যা আইনের ব্যাখ্যা করে এবং আইনের প্রয়োগ করে।”
অধ্যাপক লাঙ্কি বলেন, “বিচার বিভাগ হলো যুক্তরাষ্ট্রীয় সংবিধানের অভিভাবক ও চরম ব্যাখ্যাকর্তা। বিচার বিভাগ সংবিধানের ব্যাখ্যা দ্বারা কেন্দ্র ও অঙ্গরাজ্যের মধ্যে বিরোধ মীমাংসা করে।” আলফ্রেড ডাবলিং বলেন, “বিচার বিভাগ জনগণের মৌলিক অধিকার রক্ষা করে এবং এ উদ্দেশ্যে বিভিন্ন প্রকার রিট জারি করে।”

অধ্যাপক গার্নার এর মতে, ‘বিচার বিভাগের অস্তিত্ব ব্যতিরেকে সভ্য রাষ্ট্রের কল্পনা করা যায় না।”

উপসংহার: পরিশেষে আমরা বলতে পারি, যে বিভাগ আইনের ব্যাখ্যা ও আইন প্রয়োগ করে তাকে বিচার বিভাগ বলে।