ভারতকে স্বাধীনতা প্রদানে মাউন্ট ব্যাটেন কী পরিকল্পনা নেন?

 

অথবা, ভারত স্বাধীনতা আইনে লর্ড মাউন্ট ব্যাটেনের পরিকল্পনা আলোচনা কর।

অথবা, ৩রা জুন পরিকল্পনা কী?

অথবা, মাউন্ট ব্যাটেন পরিকল্পনা কী?

উত্তরঃ ভূমিকা: ব্রিটিশ সরকারের ক্ষমতা হস্তান্তর পরিকল্পনার মধ্যে সর্বশেষ পরিকল্পনা হলো লর্ড মাউন্ট ব্যাটেনের পরিকল্পনা যার সুদূরপ্রসারী ফল হলো ভারত ও পাকিস্তান রাষ্ট্রের সৃষ্টি।

মন্ত্রিপরিষদ পরিকল্পনার পর ভারতে সাম্প্রদায়িক দাঙ্গা চরম মাত্রায় পৌঁছায়। এ পর্যায়ে ১৯৪৭ সালে ব্রিটিশ প্রধানমন্ত্রী এটলি ২০ ফেব্রুয়ারি ভারতের ক্ষমতা হস্তান্তরের ঘোষণা প্রদান করে এবং লর্ড ওয়াভেলের স্থলে লর্ড মাউন্ট ব্যাটেনকে নতুন গভর্নর জেনারেল নিয়োগ করেন। লর্ড মাউন্ট ব্যাটেন কংগ্রেস ও মুসলিম লীগ এর সাথে আলোচনায় বসে ব্যর্থ হয়ে ঘোষণা করেন যে “ভারত বিভাগ ছাড়া দেশে শান্তি প্রতিষ্ঠার কোন উপায় নেই।” এ পরিপ্রেক্ষিতে ১৯৪৭ সালে ৩ জুন তিনি একটি পরিকল্পনা প্রকাশ করেন যা ৩ জুন পরিকল্পনা বা লর্ড মাউন্ট ব্যাটেন পরিকল্পনা নামে পরিচিত।

১৯৪৭ সালের ৩ জুন পরিকল্পনা বা মাউন্ট ব্যাটেন পরিকল্পনার বৈশিষ্ট্য:

১. ১৯৪৭ সালের ১৫ আগস্ট স্বাধীন হলে ভারত ও পাকিস্তান নামে দুটি রাষ্ট্র গঠিত হবে।

২. বাংলা ও পাঞ্জাব জেলাগুলো ধর্মের ভিত্তিতে বিভক্ত হবে।

৩. উত্তর-পশ্চিম সীমান্ত প্রদেশ, বেলুচিস্তান, আসামের সিলেট জেলা পাকিস্তানের সাথে যোগ হবে কি না তা গণভোটের মাধ্যমে নির্ধারিত হবে।

৪. সংবিধান প্রণয়নের কাজ করবে দেশের নির্বাচিত প্রতিনিধিগণ।

৫. ভারত ও পাকিস্তান কমনওয়েলথভুক্ত হবে কি না তা উভয় দেশের গণপরিষদ সিদ্ধান্ত গ্রহণ করবে।

৬. ভারতকে ডোমিনিয়ন এর মর্যাদা প্রদান এর জন্য ব্রিটিশ পার্লামেন্টে একটি সুনির্দিষ্ট আইন প্রণয়ন করা হবে।

৭. ভারত ও পাকিস্তানের সীমানা নির্ধারণের জন্য একটি আইন কমিশন গঠিত হবে।

৮. বাংলা ও পাঞ্জাব যদি বিভক্ত হয় তবে নতুন করে এসব প্রদেশের সীমানা নির্ধারণের জন্য একটি ‘সীমানা কমিশন’ গঠন করা হবে।

৯. ৩ জুনের পরিকল্পনা বাস্তবায়ন ও দ্রুত ক্ষমতা হস্তান্তরের জন্য ঐ বছরই ব্রিটিশ পার্লামেন্টে আইন পাস হবে।

১৯৪৭ সালের ৩ জুন পরিকল্পনার মাধ্যমে ১৯৪৭ সালে ১৮ জুলাই ভারত স্বাধীনতা আইন পাস হয় এবং ভারত ও পাকিস্তান নামে দুটি রাষ্ট্রের জন্ম হয়।

উপসংহার: পরিশেষে বলা যায় যে, ব্যাটেলের এ পরিকল্পনা ছিল সুদূরপ্রসারী। মুসলিম লীগ এবং কংগ্রেস বিভিন্ন শর্তে তার এ পরিকল্পনা গ্রহণ করেন। এ পরিকল্পনা পাস হওয়ায় দীর্ঘ ১৯০ বছরের ব্রিটিশ শাসনের অবসান হয় এবং পূর্ব বাংলাকে পাকিস্তানের অন্তর্ভুক্ত করে একটা স্বাধীন রাষ্ট্র করা হয়।