ভাষা বলতে কী বুঝ?

 

অথবা, ভাষা কী?

উত্তরঃ ভূমিকা: মানুষের মনের ভাব প্রকাশ ও যোগাযোগের অন্যতম মাধ্যম হলো ভাষা। ভাষার মাধ্যমে মানুষ একে অপরের সাথে যোগাযোগ, মতামত ও অনুভূতি বিনিময় করে। নিচে ভাষা কী তা ব্যাখ্যা করা হলো।

ভাষা: বাগযন্ত্রের সাহায্যে উচ্চারিত যে সকল অর্থবোধক ধ্বনি বা ধ্বনি সমষ্টি দ্বারা মানুষ তার নিজের মনের ভাব অন্যের কাছে ব্যক্ত করে এবং যা একটি নির্দিষ্ট ভাষাভাষী এলাকায় মনোভাব প্রকাশে সহায়তা করে তাকে ভাষা বলে। ব্যাপক অর্থে আমরা ভাষা বলতে আত্মিক যোগাযোগের একটি মাধ্যম বুঝি। ব্যাকরণিক নিয়মাবলির সাহায্যে এটি গঠন করে আত্মিক যোগাযোগের মাধ্যম যা মৌখিক উচ্চারণের মাধ্যমে কিংবা লিখিত উপায়ে প্রকাশিত হতে পারে।

উপসংহার: পরিশেষে বলা যায় যে, মানবের ভাবের বাহন ভাষা। ভাব প্রকাশের জন্য একটা জনপদের মানুষ তাদের নিজস্ব আচারআচরণ, কৃষ্টি কালচারকে রপ্ত করে মানোভাব প্রকাশের যে নির্দিষ্ট বাচনভঙ্গি ব্যবহার করে তার নাম ভাষা। ক্রমশই মানুষ যখন সভ্য হতে শুরু করল তখন থেকে ভাষার একটি নির্দিষ্ট রূপ বা আকৃতির উদ্ভব ঘটল। সুতরাং ভাষা মানুষের মনোভাব প্রকাশের অন্যতম বাহন বা মাধ্যম।