অথবা, যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার সংজ্ঞা দাও।
অথবা, যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা বলতে কী বুঝ?
উত্তর: ভূমিকা: সর্বভারতীয় যুক্তরাষ্ট্র গঠনের প্রস্তাব ১৯৩৫ সালের ভারত শাসন আইনের একটি গুরুত্বপূর্ণ বিশিষ্ট্য’ ছিল। ভারতে প্রচলিত দীর্ঘদিনের এককেন্দ্রেকি শাসনব্যবস্থার পরিবশে ১৯৩৫ সালের ভারত শাসন আইনের সর্বপ্রথম সর্বভারতীয় যুক্তরাষ্ট্র গঠনের প্রস্তাব করা হয়। এ আইনে উল্লেখ করা হয় যে, সর্বভারতীয় যুক্তরাষ্ট্র গঠন করা হবে। ব্রিটিশ ভারতের প্রদেশসমূহ ও দেশীয় রাজ্যগুলো নিয়ে
যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা: সাধারণ অর্থে যুক্তরাষ্ট্রীয় সরকার বলতে বুঝায় একাধিক প্রদেশ নিয়ে গঠিত একটি রাষ্ট্র। যেখানে সংবিধান অনুযায়ী কেন্দ্র ও প্রাদেশিক সরকারের মধ্যে ক্ষমতা বণ্টন করা হবে। কিন্তু রাষ্ট্রবিজ্ঞানে যুক্তরাষ্ট্র কথাটি দ্বারা বিভিন্ন ধরনের রাষ্ট্র সংঘকে বুঝায়। যেখানে সাধারণ উদ্দেশ্য সাধনের জন্য সদস্য বা অঙ্গরাজ্যগুলো নিজেদের অস্তিত্ব সম্পূর্ণরূপে বিলিন না করেও জাতীয় ঐক্যের সাথে একাত্মতা ঘোষণা করতে পারে। হারম্যান ফাইনার এর মতে, যুক্তরাষ্ট্র তাকেই বলে যে ব্যবস্থার কর্তৃত্ব ও ক্ষমতার কিছু অংশ আঞ্চলিক ক্ষেত্রে ন্যস্ত হয় এবং অন্যান্য অংশ ঐসব আঞ্চলিক ক্ষেত্রের সমন্বয়ে গঠিত কেন্দ্রীয় সংস্থায় ন্যস্ত থাকে।
উপসংহার: পরিশেষে বলা যায় যে, যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা হচ্ছে এমন শাসনব্যবস্থা যেখানে সাধারণ এবং আঞ্চলিক প্রত্যেক – সরকারেই নিজস্ব এখতিয়ারের মধ্যে কাজ করবে এবং এ এখতিয়ারের মধ্যে তা অন্যান্য সরকারের নিয়ন্ত্রণ হতে মুক্ত থাকবে।