যুক্তরাষ্ট্রীয় সরকার কী?

অথবা, যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থা কী?

অথবা, যুক্তরাষ্ট্রীয় সরকারের সংজ্ঞা দাও।

উত্তর: ভূমিকা: বর্তমানে আমরা দু’ধরনের সরকার ব্যবস্থা লক্ষ্য করি যথা এককেন্দ্রিক সরকার ও যুক্তরাষ্ট্রেীয় সরকার। ধীরে ধীরে যুক্তরাষ্ট্রীয় সরকার জনপ্রিয় হয়ে উঠেছে। নিম্নে যুক্তরাষ্ট্রীয় সরকার সম্পর্কে আলোচনা করা হলো:

যুক্তরাষ্ট্রীয় সরকার: সাধারণভাবে যুক্তরাষ্ট্রীয় সরকার বলতে বলা হয়, যেখানে সংবিধান অনুযায়ী দেশের শাসনক্ষমতা কেন্দ্র ও প্রদেশের হাতে অর্পণ করা হয়।

বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানী বিভিন্নভাবে যুক্তরাষ্ট্রীয় সরকারের সংজ্ঞা দিয়েছেন। যথা:

অধ্যাপক ডাইসি (Dicey) বলেন, “যুক্তরাষ্ট্র হলো এমন এক রাজনৈতিক ব্যবস্থা, যার উদ্দেশ্য হলো জাতীয় ঐক্যের স্বার্থে কেন্দ্র ও প্রদেশের মধ্যে সামঞ্জস্য বিধান।”

অধ্যাপক গার্নার (Prof. Garner) বলেন, “যুক্তরাষ্ট্রীয় সরকার হলো এমন এক সরকার ব্যবস্থা যেখানে সংবিধানের

মাধ্যমে কেন্দ্র ও প্রদেশের মধ্যে ক্ষমতা বণ্টন করে দেয়া হয়।”

হ্যামিলটন (Hamilton) বলেন, “যুক্তরাষ্ট্রীয় সরকার কতকগুলো রাষ্ট্রের সমন্বয় গঠিত একটি নতুন রাষ্ট্র।”

উপসংহার: উপর্যুক্ত আলোচনার শেষে বলা যায় যে, যুক্তরাষ্ট্রীয় সরকার হলো যেখানে সংবিধানের মাধ্যমে সমস্ত ক্ষমতা কেন্দ্র ও প্রদেশের মধ্যে ভাগ করে দেয়া হয়।