রাজনৈতিক সার্বভৌমত্ব কী?

অথবা, রাজনৈতিক সার্বভৌমত্বের সংজ্ঞা দাও।

অথবা, রাজনৈতিক সার্বভৌমত্ব বলতে কী বোঝ?

উত্তরঃ ভূমিকা: সার্বভৌম ক্ষমতা সম্পর্কে বিভিন্ন ব্যাখ্যা এবং এর যথাযথ অবস্থান সম্পর্কে সঠিক ধারণা পাওয়ার জন্য সার্বভৌমত্ব সম্পর্কে বিভিন্ন রূপ দেখতে পাই। রাজনৈতিক সার্বভৌমত্ব তার মধ্যে অন্যতম। নিম্নে রাজনৈতিক সার্বভৌমত্ব সম্পর্কে আলোচনা করা হলো:

রাজনৈতিক সার্বভৌমত্ব: রাজনৈতিক সার্বভৌমত্ব আইনগত সার্বভৌমত্বকে প্রভাবিত করে। বিভিন্ন কার্যাবলির মাধ্যমে গণতান্ত্রিক রাষ্ট্রে রাজনৈতিক সার্বভৌমত্বের প্রকাশ ঘটে। যেমন-
ভোটদানের মাধ্যমে, জনগণের মাধ্যমে, নীতি বোধের মাধ্যমে রাজনৈতিক সার্বভৌমত্বের স্বরূপ অনুসন্ধান করতে গিয়ে কোন মতৈক্যে আসতে পারে নি।

বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানী বিভিন্নভাবে রাজনৈতিক সার্বভৌমত্বের সংজ্ঞা দিয়েছেন। যেমন-

অধ্যাপক ডাইসী (Prof. Diecy) বলেছেন যে, “আইনবিদ যাকে সার্বভৌম বলে স্বীকার করেন এর পশ্চাতে আরেকটি সার্বভৌমের অস্তিত্ব বিদ্যমান, যাকে আইনগত সার্বভৌম মান্য না করে পারে না আর এটাই হচ্ছে রাজনৈতিক সার্বভৌমত্ব। তিনি আরও বলেন, “রাজনৈতিক সার্বভৌম হলো যে সংস্থা যার ইচ্ছার প্রতি নাগরিকরা শেষ পর্যন্ত আনুগত্য প্রকাশ করে।”

উপসংহার: উপর্যুক্ত আলোচনা শেষে আমরা বলতে পারি যে, আইনগত ও রাজনৈতিক সার্বভৌমত্বের মধ্যে পার্থক্য দেখা গেলেও গণতান্ত্রিক শাসনব্যবস্থায় এদের মধ্যে পার্থক্য নির্ণয় করা যায় না।