রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা দাও।

অথবা, রাষ্ট্রবিজ্ঞান কাকে বলে?

অথবা, রাষ্ট্রবিজ্ঞান বলতে কী বুঝ?

অথবা, রাষ্ট্রবিজ্ঞান সম্পর্কে বিভিন্ন মনীষীর ধারণা উল্লেখ কর।

উত্তর: ভূমিকা: সাধারণভাবে রাষ্ট্রবিজ্ঞান বলতে সে বিষয়টিকে বুঝায়, যা সমাজবদ্ধ মানুষের রাজনৈতিক বা রাষ্ট্রনৈতিক বিষয় নিয়ে আলোচনা করে। তবে রাষ্ট্রের সংখ্যা এবং রাষ্ট্রের পরিধি বৃদ্ধি পাওয়ায় রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞায়ও পরিবর্তন এসেছে। নিম্নে এ সম্পর্কে আলোচনা করা হলো:

রাষ্ট্রবিজ্ঞান: রাষ্ট্রবিজ্ঞান শব্দটির ইংরেজি প্রতিশব্দ হলো Political science। এটি এসেছে গ্রিক শব্দ Poliy থেকে যার অর্থ নগর। প্রাচীন গ্রিস ও রোমে প্রতিটি নগরকে একটি, রাষ্ট্র হিসেবে গণ্য করা হতো। তাই আমরা বলতে পারি নগর রাষ্ট্র বা রাষ্ট্র সম্পর্কে যে বিজ্ঞান আলোচনা করে তাই রাষ্ট্রবিজ্ঞান।

বিভিন্ন দার্শনিক বিভিন্নভাবে রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা দিয়েছেন। যথা:

অধ্যাপক লাস্কি (Prof. Laski) বলেন, “সংগঠিত রাষ্ট্রের প্রেক্ষিতে মানবজীবনের আলোচনাই হচ্ছ রাষ্ট্রবিজ্ঞান।” ( Political science concerns itself with the life at men in relation to organised state)

ডাব্লিউ, ডাব্লিউ, উইলোবি (W. W. Willoughby) এর মতে, “রাষ্ট্রবিজ্ঞান বিভিন্ন রাজনৈতিক ঘটনাবলির প্রকৃতি
নির্ণয় করে এদের মধ্যে গভীর সম্পর্ক ও যোগসূত্র স্থাপন করে।”

অধ্যাপক গেটেল (Prof. Gettlle) এর মতে রাষ্ট্রবিজ্ঞান রাষ্ট্রের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ নিয়ে আলোচনা করে। (Political science is the study of the state in the past, present and future.)

উপসংহার: উপর্যুক্ত আলোচনা শেষে বলা যায় যে, রাষ্ট্রবিজ্ঞান হচ্ছে রাষ্ট্রসম্পর্কিত জ্ঞান। যা রাষ্ট্রের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করে।