রাষ্ট্রবিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তা কী?

অথবা, রাষ্ট্রবিজ্ঞান পাঠের গুরুত্ব সংক্ষেপে আলোচনা কর।

অথবা, রাষ্ট্রবিজ্ঞান পাঠের গুরুত্ব আলোচনা কর।

অথবা, সংক্ষেপে রাষ্ট্রবিজ্ঞান পাঠের গুরুত্ব বর্ণনা কর।

অথবা, রাষ্ট্রবিজ্ঞান অধ্যয়নের প্রয়োজনীয়তা আলোচনা কর।

উত্তর: ভূমিকা: আধুনিক কল্যাণমূলক রাষ্ট্রে রাষ্ট্রের কার্যাবলি দিন দিন বৃদ্ধি পাচ্ছে। ফলে নতুন নতুন সমস্যা দেখা দিচ্ছে। আর এসব সমস্যা সমাধানে রাষ্ট্রবিজ্ঞানের জ্ঞান আবশ্যক। কেননা রাষ্ট্রবিজ্ঞান অধ্যয়নই এসব সমস্যা সমাধানের একমাত্র পথ।

রাষ্ট্রবিজ্ঞান পাঠের গুরুত্ব: নিয়ে রাষ্ট্রবিজ্ঞান পাঠের গুরুত্ব আলোচনা করা হলো:

১. সুনাগরিক হওয়ার জন্য : প্রতিটি নাগরিকেরই রাষ্ট্রের প্রতি কিছু দায়িত্ব কর্তব্য রয়েছে। যারা এ দায়িত্ব যথাযথভাবে পালন করে তারাই সুনাগরিক। আর এ সুনাগরিকের গুণাবলি অর্জনের জন্য রাষ্ট্রবিজ্ঞান অধ্যয়ন জরুরি।

২. রাজনৈতিক চেতনা লাভের জন্য: আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রে আইন, সংবিধান, শাসনব্যবস্থা ইত্যাদি প্রধান আলোচ্যবিষয়। এসব বিষয়ে চেতনা লাভ করতে হলে রাষ্ট্রবিজ্ঞান অধ্যয়ন করতে হবে।

৩. ব্যক্তিত্ব বিকাশের জন্য: রাষ্ট্রবিজ্ঞানের জ্ঞান মানুষের মানবিক গুণাবলিকে বিকশিত করে এবং ব্যক্তির ব্যক্তিত্ব বিকাশে সহায়তা করে।

৪. গণতন্ত্র কায়েমের জন্য: আধুনিক গণতান্ত্রিক বিশ্বে গণতন্ত্র সর্বশ্রেষ্ঠ শাসনব্যবস্থা। আর এ শাসনব্যবস্থা সম্পর্কে জ্ঞান লাভ করতে হলে রাষ্ট্রবিজ্ঞান অধ্যয়ন করতে হবে

৫. সুশাসন প্রতিষ্ঠার জন্য: সুশাসন প্রতিষ্ঠা করতে হলে সুশাসকের গুণাবলি অর্জন করতে হবে। সুশাসকের গুণাবলি অর্জন করতে হলে রাষ্ট্রবিজ্ঞান অধ্যয়ন করতে হবে।

উপসংহার: পরিশেষে বলা যায় যে, একজন আদর্শ সুনাগরিক হওয়ার জন্য রাষ্ট্রবিজ্ঞান পাঠের গুরুত্ব অপরিসীম।