অথবা, সমালোচনাসহ রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত বলপ্রয়োগ মতবাদটি সংক্ষেপে ব্যাখ্যা কর।
অথবা, রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কে শক্তি প্রয়োগ মতবাদ বর্ণনা কর।
উত্তর: ভূমিকা: রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত মতবাদের মধ্যে বলপ্রয়োগ সংক্রান্ত মতবাদ অন্যতম মতবাদ হিসেবে পরিগণিত। এ মতবাদের মূল কথা হলো জোর যার মুল্লুক তার অর্থাৎ গায়ের জোরে রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছে।
বলপ্রয়োগ মতবাদ: বলপ্রয়োগ মতবাদের মূলকথা, গায়ের জোরে রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছে এবং জোরের সাহায্যেই সকলকে নিয়ন্ত্রণে রেখে শাসকরা শাসন করেছেন। শক্তিশালী ব্যক্তিরা দুর্বলের উপর নিজের আধিপত্য স্থাপন করে নিজেদের শাসন কায়েম করে। কোন শক্তিমান পুরুষ কোন এক সময় নিজের বাহুবলে সৈন্যদল গঠন করে এবং কোন জনপদের উপর প্রভুত্ব স্থাপন করেই প্রথম রাষ্ট্রের পত্তন করে ও নিজ শাসন প্রতিষ্ঠা করেন। রাষ্ট্রপতি অপরিমিত শক্তির অধিকারী বলেই জনসাধারণ তাকে মেনে চলতো। এ মতবাদ অনুযায়ী রাষ্ট্র বলপ্রয়োগের ফলে শুধু যে সৃষ্টি হয়েছে তাই নয়, বলপ্রয়োগের মাধ্যমে রাষ্ট্র আপন সংহতি বজায় রাখতে পারে।
বলপ্রয়োগ মতবাদের সমালোচনা: নিম্নে এ মতবাদের সমালোচনাসমূহ উল্লেখ করা হলো:
i. এ মতবাদ মানবতা বিরোধী।
ii. বলপ্রয়োগ রাষ্ট্র গঠনের একমাত্র উপাদান নয়, অন্যান্য উপাদানও এর সাথে কাজ করে।
iii. শুধুমাত্র শক্তি দিয়ে রাষ্ট্র গঠন করা যায় না। এ সম্পর্কে টি. এইচ. মিন (T. H. Green) বলেন, “Will, not force is the basis of the state.” অর্থাৎ, রাষ্ট্রের ভিত্তি হলো সম্মতি পাশবিক বল নয়।
iv. এ মতবাদ মূলত স্বৈরতন্ত্রকে সমর্থন করে।
উপসংহার: পরিশেষে বলা যায় যে, সমালোচনা থাকা সত্ত্বেও বলপ্রয়োগ মতবাদ রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত মতবাদ হিসেবে অনেক গুরুত্বপূর্ণ।