অথবা, রাষ্ট্র কাকে বলে?
অথবা, রাষ্ট্র কী?
অথবা, রাষ্ট্র বলতে কী বুঝ?
অথবা, রাষ্ট্রের সংজ্ঞা পর্যালোচনা কর।
উত্তর: ভূমিকা: মানুষ সামাজিক জীব, তাই তারা সংঘবদ্ধভাবে বসবাস করে। আর রাষ্ট্র হচ্ছে সংঘবদ্ধ মানুষের সর্বোচ্চ রাজনৈতিক প্রতিষ্ঠান। যা সমাজ তথা রাষ্ট্রের মানুষের সমগ্র জীবন প্রণালি নিয়ে আলোচনা করে।
রাষ্ট্র: সাধারণভাবে রাষ্ট্র বলতে আমরা বিশেষ উদ্দেশ্য সাধনের জন্য প্রতিষ্ঠিত এক আবশ্যিক সংগঠনকে বুঝি।
প্রামাণ্য সংজ্ঞা: বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানী বিভিন্নভাবে রাষ্ট্রের সংজ্ঞা দিয়েছেন। যথা:
রাষ্ট্রপতি উইলসন (Willson) এর ভাষায় “কোন নির্দিষ্ট ভূখণ্ডে আইন অনুসারে সংগঠিত কোন জনসমষ্টিকে রাষ্ট্র বলে।”
অধ্যাপক আলমন্ড ও কোলম্যান (Almond and Coleman) রাষ্ট্রকে রাজনৈতিক ব্যবস্থা হিসেবে অভিহিত। করেছেন। তাঁদের ভাষায়, “The political system is the legitimate order maintaining or transforming system in the society.”
রাষ্ট্রবিজ্ঞানী এরিস্টটল বলেন, “রাষ্ট্র হলো কয়েকটি পরিবার ও গ্রামের সমষ্টি যার উদ্দেশ্য স্বয়ংসম্পূর্ণ জীবন।” ওপেনহেইম এর মতে, “কোন জনসমষ্টি এর নিজস্ব সার্বভৌম সরকারের অধীনে কোন দেশে স্থায়ীভাবে বসবাস করলে তাকে রাষ্ট্র বলে।”
উপসংহার: পরিশেষে বলা যায় যে, রাষ্ট্র হচ্ছে সমাজের সর্বোচ্চ রাজনৈতিক প্রতিষ্ঠান। যার নিজস্ব ভূখণ্ড, সরকার, জনগণ ও সার্বভৌমত্ব রয়েছে।