রাষ্ট্র সম্পর্কে এরিস্টটলের ধারণা সংক্ষেপে ব্যক্ত কর।

অথবা, রাষ্ট্র সম্পর্কে এরিস্টটলের ধারণা কী?

অথবা, রাষ্ট্র সম্পর্কে এরিস্টটলের চিন্তাধারা ব্যক্ত কর।

উত্তরঃ ভূমিকা: রাষ্ট্রবিজ্ঞানের জনক এরিস্টটল গ্রিকদর্শন, সভ্যতা ও সংস্কৃতির ক্ষেত্রে এক উজ্জ্বল নক্ষত্র। তিনি মেসিডোনিয়ার উপকূলবর্তী স্ট্যাগিরা নামক স্থানে খ্রিস্টপূর্ব ৩৮৪ অব্দে জন্মগ্রহণ করেন। তিনি বহু গ্রন্থ রচনা করেন। তাঁর উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে ‘The Politics’ অন্যতম। তাঁর রাষ্ট্রচিন্তার মূল দর্শন এ গ্রন্থে ফুটে উঠেছে। এ গ্রন্থের ৭ম ও ৮ম অধ্যায়ে রাষ্ট্রের যে চিত্র অঙ্কন করেছেন তাকে আমরা আদর্শ রাষ্ট্র না বলে রাষ্ট্রের আদর্শ বলতে পারি। তবে এ আলোচনার আগে আমাদের জানা দরকার রাষ্ট্র কাকে বলে।

রাষ্ট্র: এরিস্টটল তাঁর ‘দি পলিটিক্স’ গ্রন্থের সূচনালগ্নে রাষ্ট্রের সংজ্ঞা দিয়েছেন। তিনি বাষ্ট্র সম্পর্কে বলেন, “It is a association of human beings and highest form of human association.” অর্থাৎ, রাষ্ট্র একটি সর্বোচ্চ মানবিক প্রতিষ্ঠান। এর দু’টি দিক হচ্ছে ক. রাষ্ট্র একটি মানবিক প্রতিষ্ঠান এবং খ. রাষ্ট্র একটি সর্বোচ্চ প্রতিষ্ঠান। এরিস্টটল রাষ্ট্র সম্পর্কিত আলোচনায় আরও বলেন, “The state is neither a business company, nor a charitable association but as organization for action.” অর্থাৎ, রাষ্ট্র কোন বাণিজ্যিক সংস্থা নয়, কোন দাতব্য প্রতিষ্ঠান নয়, বরং এটি কার্যাবলি সম্পাদনের একটি সংঘ মাত্র। অধ্যাপক বার্কার (Prof. Barker) এরিস্টলের রাষ্ট্র সম্পর্কে বলেন, “The function of the state was the promation of good life among its citizens and there for the state was spiritual association in a normal life.” অর্থাৎ, জনগণের উন্নত জীবনযাপনে সহায়তা লাষ্ট্রের কাজ আর সে জন্যই নৈতিক জীবনযাপনের একটি আধ্যাত্মিক সংঘ।

উপসংহার: উপর্যুক্ত আলোচনা শেষে বলা যায় যে, রাষ্ট্রের উৎপত্তি, প্রকৃতি ও উদ্দেশ্য সম্পর্কে এরিস্টটলের ব্যাখ্যা নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। রাষ্ট্র সম্পর্কে তাঁর বক্তব্য সম্পূর্ণরূপে ভিত্তিহীন নয় প্রকৃতপক্ষে, জনগণের সর্বাঙ্গীণ মঙ্গলের জন্য রাষ্ট্রের সৃষ্টি হয়েছে এবং জনগণের প্রয়োজনে তা টিকে থাকবে চাই মনিপরি প্রায় আড়াই হাজার বছর পূর্বে এরিস্টটল যে মতবাদ দিয়েছেন তা আজও স্বীকৃত।