অথবা , রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত রুশোর সামাজিক চুক্তির বৈশিষ্ট্যগুলো সংক্ষেপে বর্ণনা কর।
উত্তর: ভূমিকা: ফরাসি বিপ্লবের নায়ক, প্রত্যক্ষ গণতন্ত্রের সমর্থক রুশো ১৭৬২ সালে ‘Social Contract’ নামক গ্রন্থ রচনা করেন। এ গ্রন্থে তিনি সামাজিক চুক্তি মতবাদ সম্পর্কে আলোচনা করেন।
রুশোর সামাজিক চুক্তির বৈশিষ্ট্য: নিম্নে রুশোর সামাজিক চুক্তির বৈশিষ্ট্য আলোচনা করা হলো:
১. এ চুক্তির ফলে জনগণ তাদের ক্ষমতা সাধারণ ইচ্ছার উপর প্রবর্তন করে;
২. মানুষের সাম্য ও স্বাধীনতা এ চুক্তির ফলেই সর্বদা রক্ষিত হয়;
৩. সাধারণ ইচ্ছা জনগণের সার্বভৌমত্ব রক্ষা করে;
৪. সাধারণ ইচ্ছা জনগণের জানমালের নিরাপত্তা বিধান করে;
৫. এ চুক্তির ফলে জনগণ যতটুকু অধিকার হারায়, সাধারণ ইচ্ছার নিকট থেকে তার চেয়ে বেশি পায়;
৬. এ চুক্তি মানুষকে অসহায় অবস্থা হতে যুক্তি দিয়ে রাষ্ট্র গঠনে সাহায্য করে।
উপসংহার: উপর্যুক্ত আলোচনা শেষে বলা যায় যে, সামাজিক চুক্তি সম্পর্কে রুশো যে মতবাদ দিয়েছেন তা রাষ্ট্রবিজ্ঞানের ইতিহাসে চিরস্মরণীয়।