লক্ষ্মৌ চুক্তির তাৎপর্য বিশ্লেষণ কর।

অথবা, ১৯১৬ সালের লক্ষ্ণৌ চুক্তির তাৎপর্য কি ছিল?

উত্তর : ভূমিকা: ভারতবর্ষে ব্রিটিশ শাসনের শুরু থেকে ভারতীয় জনসাধারণ তাদের দাবিদাওয়া আদায়ের জন্য সোচ্চার হন। এক পর্যায়ে ১৮৮৫ সালে কংগ্রেস প্রতিষ্ঠিত হলে পরবর্তীতে মুসলমানরা নিজেদের দাবি আদায়ের জন্য ১৯০৬ সালে মুসলিম লীগ প্রতিষ্ঠা করেন। কিন্তু এর পরবর্তী ঘটনাবলি
তথা ১৯০৯ সালে মর্লি-মিন্টো আইনের ব্যর্থতা, ১৯১১ সালের বঙ্গভঙ্গ রদ ইত্যাদি অবলোকন করে বুঝতে পারেন যে, হিন্দু মুসলমানদের মধ্যে ঐক্য প্রতিষ্ঠিত না হলে দাবি আদায় করা সম্ভব নয়। এজন্য ১৯৮১৬ সালে তাঁরা লক্ষ্মৌ শহরে এক চুক্তি করেন যা লক্ষ্মৌ চুক্তি নামে খ্যাত।

লক্ষ্মৌ চুক্তির তাৎপর্য: ভারতের ইতিহাসে সম্পূর্ণ ভিন্ন ধারায় প্রবাহিত দুটি রাজনৈতিক সর্বভারতীয় কংগ্রেস এবং সর্বভারতীয় মুসলিম লীগ তাদের নিজ নিজ দলের স্বার্থত্যাগ করে লক্ষ্মৌচুক্তির মাধ্যমে ঐক্যবদ্ধ হয়ে প্রথম চুক্তি সম্পাদন করে। পূর্বে দু’দলেরই ভিন্ন ভিন্ন দাবি থাকলেও এ চুক্তির মাধ্যমে তারা ঐক্যমতে পৌছে। এজন্য এটিকে এক প্রকার ভারতের অসাম্প্রদায়িক মনোভাবের দলিল বলা যায়। নিম্নে এর তাৎপর্য সম্পর্কে আলোচনা করা হলো:

১. কংগ্রেস ও মুসলিম লীগের মিলন : এ চুক্তির মাধ্যমে এ দুটি ভিন্ন ধারা প্রবাহিত রাজনৈতিক দল একে অপরের সান্নিধ্যে আসে। ফলে তাদের পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি পায়, তারা এ সম্মলিতভাবে ব্রিটিশ সরকারের কাছে তাদের দাবি দাওয়া পেশ ই করার সুযোগ পায়। এই প্রসঙ্গে সাইম ও বলেন, “The first time and only time there was agreement between these parties on the future constitution in India.”

২. মুসলিম লীগের স্বীকৃতি: ১৯১৬ সালের লক্ষ্ণৌর চুক্তিতে – স্বায়ত্তশাসনের দাবিতে মুসলিম লীগ ও কংগ্রেস একে অপরের – মুখোমুখী হয় এবং কংগ্রেস মুসলিম লীগকে মুসলমানদের – সংগঠন হিসেবে স্বীকৃতি প্রদান করে তাদের সাথে এ চুক্তিতে আবদ্ধ হয়। ফলে ব্রিটিশ সরকারেরও মুসলমানদের প্রতি নমনীয় মনোভাবের সৃষ্টি হয়।

৩. কংগ্রেসের সুবিধা: লক্ষ্মৌ চুক্তি দ্বারা কংগ্রেস বিশেষ অসুবিধা লাভ করে। কারণ সরকার বিরোধী আন্দোলনে তারা মুসলিম লীগকে পাশে পায়। ফলে স্বায়ত্তশাসনের দাবি আরও বেগবান হয়।

৪. পরবর্তী অবস্থার নিদর্শন স্বরূপ: ১৯১৬ সালে যে লক্ষ্মৌ চুক্তি সম্পাদিত হয় তা ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। এ চুক্তির ফলে হিন্দু-মুসলিম সহযোগিতা বৃদ্ধি পায়। হিন্দু-মুসলমান সহযোগিতার উপর ভিত্তি করে খিলাফত ও অসহযোগ আন্দোলন সংঘটিত হয়। এছাড়া ১৯১৯ সালের ভারত শাসন আইনে এ চুক্তির নীতি বাস্তবায়নে ব্রিটিশ সরকার বাধ্য হয়।

উপসংহার: পরিশেষে বলা যায় যে, ১৯১৬ সালের লক্ষ্মৌচুক্তি ভারতের ইতিহাসে এক যুগান্তকারী ঘটনা। এ চুক্তির মাধ্যমে স্বায়ত্তশাসনের দাবিতে হিন্দু-মুসলিম এক কাতারে এসে দাঁড়ায় এবং ব্রিটিশ সরকারকে বাধ্য করে ভারতবর্ষে স্বায়ত্তশাসন চালু করার ব্যাপারে ভাবতে। এছাড়া এ চুক্তি ভারতের স্বাধীনতার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।