লর্ড কর্নওয়ালিশের পুলিশ ব্যবস্থার সংস্কার আলোচনা কর।

অথবা, লর্ড কর্নওয়ালিশের পুলিশ ব্যবস্থার সংস্কার আলোচনা কর।

অথবা, লর্ড কর্নওয়ালিশের পুশিল ব্যবস্থার সংক্ষার সম্বন্ধে কী বুঝ?

অথবা, লর্ড কর্নওয়ালিশের পুলিশ ব্যবস্থার সংস্কার সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণ দাও।

উত্তর: ভূমিকা: লর্ড কর্নওয়ালিশ যখন ক্ষমতা গ্রহণ করেন তখন উপমহাদেশে পুলিশ প্রশাসনের অবস্থা ছিল অত্যন্ত করুণ। সমগ্র দেশে মাত্র ২৬টি থানা ছিল এবং তাতে যথেষ্ট পরিমাণ পুলিশ না থাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতির মারাত্মক অবনতি ঘটে। জমিদারদের উপর পুলিশি ক্ষমতা থাকায় জনপ্রশাসন বিশৃঙ্খলাপূর্ণ ছিল। এ অবস্থায় লর্ড কর্নওয়ালিশ পুলিশ প্রশাসনের সংস্কার সাধনে তাৎপর্যপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেন।

কর্নওয়ালিশের পুলিশ ব্যবস্থার সংস্কার: শান্তি ও শৃঙ্খলা স্থাপনের উদ্দেশ্যে লর্ড কর্নওয়ালিশ প্রদেশকে জেলায় এবং – জেলাকে থানায় বিভক্ত করেন। সমগ্র দেশে ২৬টি থানা প্রতিষ্ঠিত ন হয়। প্রত্যেক থানায় তিনি একজন করে দারোগা নিযুক্ত করেন। – কেননা প্রতিটি থানার আয়তন ছিল বিস্তীর্ণ ও পুলিশের সংখ্যা ছিল ডজন দুয়েক মাত্র। তারপর তিনি জেলা ম্যাজিস্ট্রেটকে পুলিশ বিভাগের উপর অর্পণ করেন। এভাবে তিনি – জমিদারগণকে স্বীয় এলাকায় ইতিপূর্বে শান্তি রক্ষায় যে দায়িত্ব ও – ক্ষমতা প্রদান করা হয়েছিল তা হতে তাদেরকে বঞ্চিত করেন। ঐতিহাসিক ভি.ডি. মহাজন বলে, “পুলিশ ব্যবস্থাকে ইউরোপীয় কায়দায় সংগঠিত করে তাদের বেতন ও কর্তব্যাদি নির্দিষ্ট করে দেয়া হয়েছিল। জনৈক ঐতিহাসিকের মতে, “কর্নওয়ালিশ আধুনিক পুলিশ ব্যবস্থার গোড়াপত্তন করেন। মুসলমানদের অধীনে ইন্দো-পাকিস্তান উপমহাদেশে নিয়মিত পুলিশ ব্যবস্থা প্রবর্তিত হয়নি বলা যেতে পারে। লর্ড কর্নওয়ালিশ কোডের ২২ – রেগুলেশন অনুসারে জমিদারদের পুলিশ ক্ষমতা প্রত্যাহার এবং জমিদারি পুলিশ বিলুপ্ত করে প্রত্যেক জেলাকে কতিপয় থানাতে বিভক্ত করা হয়। জেলা ম্যাজিস্ট্রেটের নিয়ন্ত্রণাধীনে প্রত্যেক থানায় একজন দারোগা নিযুক্ত করা হয়। দারোগার অধীনে থাকে বিশ বা তদুর্ধ্ব সংখ্যক সিপাই বরকন্দাজ। থানার আইন-শৃঙ্খলা ভঙ্গকারীদের পাকড়াও করে ম্যাজিস্ট্রেটের কাছে সোপর্দ করা দারোগার দায়িত্ব বলে ঘোষিত হয়।

উপসংহার: পরিশেষে বলা যায় যে, পুলিশ প্রশাসনকে অব্যবস্থাপনা লক্ষ্য করে লর্ড কর্নওয়ালিশ পুলিশ ব্যবস্থার সংস্কার সাধনে পদক্ষেপ নেন। তার দুঃসাহসিক পদক্ষেপে জমিদারদের পুলিশি ক্ষমতা বিলোপ সাধন, থানার সংখ্যা ও পুলিশের সংখ্যা বৃদ্ধি হয়। পুলিশ প্রশাসনকে গতিশীল করে আইন শৃঙ্খলা রক্ষায় তিনি সাফল্য লাভ করেন।