অথবা, লর্ড ডালহৌসির কৃতিত্ব সম্পর্কে লিখ।
অথবা, লর্ড ডালহৌসির কৃতিত্ব সম্পর্কে কী জান?
অথবা, লর্ড ডালহৌসির কৃতিত্ব সম্পর্কে সংক্ষিপ্ত পরিচয় দাও।
উত্তর: ভূমিকা: লর্ড ডালহৌসি ১৮১২ খ্রিঃ জন্ম গ্রহণ করেন এবং ৩৫ বছর বয়সে তিনি ভারতবর্ষের গভর্নর নিযুক্ত হন। ঐতিহাসিক ড. ভি.ডি. মহাজন বলেন, “তিনি ছিলেন একজন শ্রেষ্ঠ সম্রাজ্যবাদী এবং ভারতে ব্রিটিশ ডোমিনিয়মের সীমা বৃদ্ধি করার জন্য তিনি সব ব্যবস্থা গ্রহণ করেন। নিঃসন্দেহে তিনি ভারতের অন্যতম শ্রেষ্ঠ গভর্নর ছিলেন। আকাঙ্ক্ষা কিংবা কঠোর পরিশ্রম কোনো ক্ষেত্রেই তাকে কেউই পরাস্ত করতে পারত না।
ডালহৌসির কৃতিত্ব : নিম্নে লর্ড ডালহৌসির কৃতিত্ব সম্পর্কে আলোচনা করা হলো:
১. দক্ষ শাসক: লর্ড ডালহৌসি ভারতের গভর্নর জেনারেলদের মধ্যে সম্ভবত সর্বশ্রেষ্ঠ ছিলেন। প্রকৃত পক্ষে তিনিই আধুনিক ভারতের গোড়াপত্তন করেন। তিনি শুধু রাজ্যই জয় করেন নি, তিনি একজন সুশাসকও ছিলেন।
২. দক্ষ সংস্কারক: শাসন ক্ষেত্রের প্রতিটি শাখায় তিনি এক অবিস্মরণীয় সংস্কার প্রবর্তন করেন। ড. স্মিথ বলেন, “কোনো সমালোচনার দ্বারা লর্ড ডালহৌসি যে ওয়ারেন হেস্টিংস, ওয়েলেসলি এবং মারকুইস হেস্টিংস-এর ন্যায় গভর্নর জেনারেলের সারিতে প্রথম মর্যাদার অধিকারী হবেন এ বাস্তবতার পরিবর্তন ঘটানো যাবে না।”
৩. ব্রিটিশ শাসন সুদৃঢ়করণ: এ উপমহাদেশে ব্রিটিশ শাসন দৃঢ়ীকরণ ছিল তার উল্লেখযোগ্য কৃতিত্ব। জনৈক ঐতিহাসিক বলেছেন, ডালহৌসির পূর্ববর্তী আমলে কেউ ছিলেন শাসক, বিজেতা, কেউ ছিলেন নির্মাতা আবার কেউ ছিলেন সংস্কারক, কিন্তু লর্ড ডালহৌসি একই ছিলেন সব কৃতিত্বের অধিকারী।
৪. প্রতিভাবাসম্পন্ন : তিনি ছিলেন বহুমুখী প্রতিভাসম্পন্ন শাসক। একজন রাজকীয় প্রশাসক হিসেবে ডালহৌসি প্রাচ্যে ব্রিটিশ সাম্রাজ্য প্রতিষ্ঠার সাংগঠনিক ক্ষমতার অধিকারী মেধাসম্পন্ন ব্যক্তিদের মধ্যে কারও অপেক্ষা নিম্নমানের ছিলেন না বরং তাদের মধ্যে তিনি ছিলেন সর্বশ্রেষ্ঠ।
উপসংহার: পরিশেষে বলা যায় যে, যুদ্ধ পরিচালনায় তিনি ছিলেন বিখ্যাত, প্রাচ্যের একজন আব্রাহাম লিঙ্কন। শান্তি স্থাপনে তিনি ছিলেন আরও অধিক বিখ্যাত। ব্রিটিশ ভারতের ইতিহাসে লর্ড ডালহৌসি একজন সার্থক শাসক ছিলেন। তিনি একদিকে যেমন ব্রিটিশ স্বার্থ সংরক্ষণের চেষ্টা চালিয়েছেন, অন্যদিকে ভারতবর্ষের শিক্ষার উন্নতিকল্পে অনেক কিছু করেছেন।