অথবা, লর্ড ডালহৌসির শিক্ষা সংস্কার বলতে কী বুঝ?
অথবা, লর্ড ডালহৌসির শিক্ষা সংস্কার সম্বন্ধে সংক্ষেপে ব্যাখ্যা দাও।
অথবা, লর্ড ডালহৌসির শিক্ষা সংস্কার সম্পর্কে তোমার মতামত ব্যক্ত কর।’
উত্তর: ভূমিকা: ভারতবর্ষে ব্রিটিশ শাসনের ইতিহাসে লর্ড ডালহৌসির শাসনকাল একটি গৌরবোজ্জ্বল অধ্যায়ের সূচনা করে। তার শাসনকাল ভারতে শিক্ষা সংস্কারের জন্য বিশেষভাবে স্মরণীয় হয়ে আছে। তিনি ভাতরবর্ষে শিক্ষার মান উন্নয়ন ও শিক্ষা বিস্তারে দৃঢ় প্রত্যয় নিয়ে শিক্ষা ক্ষেত্রে ব্যাপক সংস্কার সাধন করেন।
শিক্ষা সংস্কার : নিচে লর্ড ডালহৌসির শিক্ষা ক্ষেত্রে গৃহীত বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে আলোচনা করা হলো:
১. শিক্ষা বিষয়ক নির্দেশনপত্র প্রণয়ন: লর্ড ডালহৌসি শিক্ষা ক্ষেত্রে যেসব ব্যবস্থা গ্রহণ করেন তার অগ্রগতিতে সাহায্য করেন বোর্ড অব কন্ট্রোলের প্রেসিডেন্ট স্যার চার্লস উড। স্যার চার্লস উড শিক্ষা বিষয়ক নির্দেশপত্র নামে একটি পরিকল্পনা ১৮৫৪ সালে প্রস্তুত করেন। শিক্ষা বিষয়ক নির্দেশপত্র আধুনিক ভারতের শিক্ষার অগ্রগতিতে একটি বিশিষ্ট পদক্ষেপ ছিল। এটা বর্তমান শিক্ষা পদ্ধতির ভিত্তি গঠনে সাহায্য করে। এই নির্দেশ অনুসারে লর্ড ডালহৌসি শিক্ষা বিভাগ সৃষ্টি করেন এবং তার চেষ্টায় বিভিন্ন স্থানে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়।
২. সরকারি অনুদান প্রদান : লর্ড ডালহৌসি শিক্ষাক্ষেত্রে প্রয়োজনীয় ব্যবস্থা কার্যকর করার জন্যে সরকারি অনুদানের ব্যবস্থা করেন।
৩. নারীশিক্ষার সম্প্রসারণ: লর্ড ডালহৌসি নারী শিক্ষারও পৃষ্ঠপোষকতা করেন। তার উৎসাহে এবং কাউন্সিলের সদস্য বেথুন সাহেবের চেষ্টায় কলকাতায় বেথুন মহিলা কলেজ প্রতিষ্ঠিত হয়।
উপসংহার: পরিশেষে বলা যায় যে, লর্ড ডালহৌসি ভারতে ব্রিটিশ সাম্রাজকে মজবুত করে শাসন ক্ষেত্রে স্থিতি ও শৃঙ্খলা আনয়ন করে কৃতিত্বের পরিচয় দেন। ভারতে ব্রিটিশ শাসকদের মধ্যে কেউ ছিলেন বিক্রেতা, কেউ গঠনকারী, কেউ বা ছিলেন সংস্কারক। কিন্তু লর্ড ডালহৌসি ছিলেন একাধারে বিজেতা, গঠনকারী ও সংস্কারক।