অথবা, লর্ড ডালহৌসির সময়ে সংঘটিত দ্বিতীয় শিখ যুদ্ধ সম্পর্কে সংক্ষেপে আলোচনা কর।
অথবা, লর্ড ডালহৌসির সময়ে সংঘটিত দ্বিতীয় শিখ যুদ্ধ সম্পর্কে কী জান?
উত্তর: ভূমিকা: লর্ড ডালহৌসি ১৮১২ খ্রিঃ জন্মগ্রহণ করেন এবং ৩৫ বছর বয়সে তিনি ভারতবর্ষের গভর্নর নিযুক্ত হন। ঐতিহাসিক ড. ভি.ডি মহাজন বলেন, “তিনি ছিলেন একজন শ্রেষ্ঠ সাম্রাজ্যবাদী এবং ভারতে ব্রিটিশ ডোমিনিয়নের সীমা বৃদ্ধি করার জন্য তিনি সব ব্যবস্থা গ্রহণ করেন।” নিঃসন্দেহে তিনি ভারতের অন্যতম শ্রেষ্ঠ শাসক ছিলেন। আকাঙ্ক্ষা কিংবা কঠোর পরিশ্রম কোনো ক্ষেত্রেই তাকে পরাস্ত করতে পারতো না। প্রত্যেক ক্ষেত্রেই তার আট বছরের রাজত্বকাল গুরুত্বপূর্ণ ঘটনাবলির দ্বারা সমৃদ্ধ ছিল।
দ্বিতীয় শিখ যুদ্ধ: পাঞ্জাবের শাসন পরিচালনার ব্যাপারে লর্ড হার্ডিঞ্জের প্রবর্তিত ব্যবস্থায় শিখ জাতি খুশি হতে পারেনি। ফলে তারা বিদ্রোহী হয়ে উঠলে পেশাওয়ার পুনরুদ্ধারের আশায় আফগান জাতি শিখ বিদ্রোহীদের সাথে যোগদান করলে ডালহৌসি যুদ্ধ ঘোষণা করেন। ১৮৪৯ খ্রিস্টাব্দে ঝিলাম নদীর তীরে চিলিয়ানওয়ালা যে সংঘটিত যুদ্ধ ব্রিটিশ সেনাপতি লর্ড গাফ তাদের বিরুদ্ধে জয়লাভে সক্ষম না হলে এ যুদ্ধের কিছুকাল পরে চীনাব নদীর তীরে গুজরাট শহরের উপকন্ঠে সংঘটিত যুদ্ধের পরিসমাপ্তি ঘটে। এর ফলে সমগ্র পাঞ্জাব লর্ড ডালহৌসির করতলগত হলে সাম্রাজ্যের সীমান্ত আফগানিস্তানের সীমানা পর্যন্ত বিস্তৃতি লাভ করে।
উপসংহার: পরিশেষে বলা যায় যে, লর্ড ডালহৌসি ছিলেন বহুমুখী প্রতিভাসম্পন্ন শাসক। একজন রাজকীয় প্রশাসক হিসেবে ডালহৌসি প্রাচ্যে ব্রিটিশ সাম্রাজ্য প্রতিষ্ঠার সাংগঠনিক ক্ষমতার অধিকারী মেধাসম্পন্ন ব্যক্তিদের মধ্যে কারও অপেক্ষা নিম্নমানের ছিলেন না বরং তাদের মধ্যে তিনি ছিলেন সর্বশ্রেষ্ঠ। যুদ্ধ পরিচালনায় তিনি ছিলেন বিখ্যাত, প্রাচ্যের একজন আব্রাহাম লিঙ্কন। শান্তি স্থাপনে তিনি ছিলেন আরও অধিক বিখ্যাত।