লর্ড ডালহৌসির সময়ে সংঘটিত দ্বিতীয় ব্রহ্ম যুদ্ধ সম্পর্কে লিখ।

অথবা, লর্ড ডালহৌসির সময়ে সংঘটিত দ্বিতীয় ব্রহ্ম যুদ্ধ সম্পর্ক বলতে কী বুঝ?

অথবা, লর্ড ডালহৌসির সময়ে সংঘটিত দ্বিতীয় ব্রহ্ম যুদ্ধ সম্বন্ধে সংক্ষিপ্ত ব্যাখ্যা দাও।

উত্তর: ভূমিকা: লর্ড ডালহৌসি ১৮১২ খ্রিঃ জন্মগ্রহণ করেন এবং ৩৫ বছর বয়সে তিনি ভারতবর্ষের গভর্নর নিযুক্ত হন। ঐতিহাসিক ড. ভি.ডি মহাজন বলেন তিনি ছিলেন একজন শ্রেষ্ঠ সাম্রাজ্যবাদী এবং ভারতে ব্রিটিশ ডোমনিয়নের সীমা বৃদ্ধি করার জন্য তিনি সব ব্যবস্থা গ্রহণ করেন।” নিঃসন্দেহে তিনি ভারতের অন্যতম শ্রেষ্ঠ শাসক ছিলেন। আকাঙ্ক্ষা কিংবা কঠোর পরিশ্রম কোনো ক্ষেত্রেই তাকে পরাস্ত করতে পারতো না। প্রত্যেক ক্ষেত্রেই তার আট বছরের রাজত্বকাল গুরুত্বপূর্ণ ঘটনাবলির দ্বারা সমৃদ্ধ ছিল।

দ্বিতীয় ব্রহ্ম যুদ্ধ: ১৮২৬ খ্রিস্টাব্দে সংঘটিত প্রথম ব্রহ্ম যুদ্ধের পর ব্রহ্মদেশে একজন ব্রিটিশ রেসিডেন্ট নিযুক্ত করা হয়। কিন্তু -১৮৪১ খ্রিস্টাব্দে ব্রহ্মরাজ আভা হতে ব্রিটিশ রেসিডেন্টকে বিতাড়িত করে। অতঃপর ১৮৫১ খ্রিস্টাব্দে কতিপয় বণিক বর্মীদের হস্তে লাঞ্ছিত ও ক্ষতিগ্রস্থ হলে লর্ড ডালহৌসি ব্রহ্ম সরকারের নিকট ক্ষতিপূরণ দাবি করেন। কমোডর ল্যাম্বার্ট বর্মীদের একটি জাহাজ অধিকার করলে বর্মী সৈন্যগুলি বর্ষণ করে। এর ফলে দ্বিতীয় ইঙ্গ-ব্রহ্ম যুদ্ধের সূত্রপাত ঘটে। ১৮৫২ খ্রিস্টাব্দে অতি অল্প দিনের মধ্যেই রেঙ্গুন, পোম এবং পেগু ব্রিটিশ বাহিনীর করলগত হয়। ব্রহ্মরাজ লর্ড ডালহৌসির সাথে সন্ধি স্থাপনে অস্বীকৃত হলে ডালহৌসি সমগ্র পেণ্ড ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত করেন। এভাবে সমগ্র ব্রহ্মদেশের উপকূল অঞ্চল ইংরেজদের হস্তগত হয়।

উপসংহার: পরিশেষে বলা যায় যে, লর্ড ডালহৌসি ছিলেন বহুমুখী প্রতিভাবা সম্পন্ন। একজন রাজকীয় প্রশাসক হিসেবে ডালহৌসি প্রাচ্যে ব্রিটিশ সাম্রাজ্য প্রতিষ্ঠার সাংগঠনিক ক্ষমতার অধিকারী মেধাসম্পন্ন ব্যক্তিদের মধ্যে কারও অপেক্ষা নিম্নমানের ছিলেন না। বরং তাদের মধ্যে তিনি ছিলেন সর্বশ্রেষ্ঠ। যুদ্ধ পরিচালনায় তিনি ছিলেন বিখ্যাত, প্রাচ্যের একজন আব্রাহাম লিঙ্কন, শান্তি স্থাপনে তিনি ছিলেন আরও অধিক বিখ্যাত।